চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর বিষয়টি গুজব আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর বিষয়ে এখনো কোন নির্দেশনা নেই’। এটি গুজব। বয়স নিয়ে আমি এ ধরণের কোন কথা বলিনি।
Degree, Honours. Masters বিগত সালের প্রশ্ন ও সমাধান, সাজেশন, নোটিশ পেতে এখানে ক্লিক করে নিয়মিত চেক করুন
শনিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি। তিনি বলেন, ‘কে বা কারা এ ধরণের গুজব ছড়াচ্ছে। সরকারি সিদ্ধান্তের আগে আমি কি করে এমন কথা বলবো’।
আরও দেখুন চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর হচ্ছে মার্চ মাসে
উল্লেখ্য, গতকাল ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় দৈনিক ইত্তেফাকসহ বিভিন্ন পত্রিকার অনলাইন ভার্সনে প্রকাশিত এক সংবাদ প্রতিবেদনে উল্লেখ করা হয়ে চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার সরকারি সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সূত্রঃ দৈনিক শিক্ষা