২০১৭-১৮ শিক্ষাবর্ষে মাস্টার্স শেষ পর্বে ২য় পর্যায়ের ভর্তি আবেদনের সময়বৃদ্ধি

২০১৭-১৮ শিক্ষাবর্ষে মাস্টার্স শেষ পর্বে ২য় পর্যায়ের ভর্তি আবেদনের সময়বৃদ্ধি করা হয়েছে। এই ভর্তি কার্যক্রম অনলাইনে ০৪ মার্চ ২০১৯ তারিখ থেকে ২০ মার্চ ২০১৯ তারিখ রাত ১২ টা পর্যন্ত চলবে। অনালাইনে প্রাথমিক আবেদন করে আবেদন ফরম প্রিন্ট করে কলেজে ৩০০ টাকা দিয়ে জমা দিতে হবে।

Degree, Honours. Masters বিগত সালের প্রশ্ন ও সমাধান, সাজেশন, নোটিশ পেতে এখানে ক্লিক করে নিয়মিত চেক করুন

উল্লেখ্য যে, প্রাথমিক আবেদন ফরম কলেজে জমা দেয়ার পর মোবাইলে এসএমএস আসবে,  তবে এই আবেদনের কোন মেধা তালিকা দেয়া প্রকাশ করা হবেনা। তাদেরকে রিলিজ স্লিপে ৩ কলেজের আবেদন করতে হবে পরবর্তীতে। রিলিজ স্লিপ সংক্রান্ত যাবতীয় তথ্য এখানে পাবেন।

[button color=”blue” size=”medium” link=”https://www.youtube.com/channel/UCiV9l4fGG3kzV4nLZmUYPpw?sub_confirmation=1″ icon=”” target=”true”]আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন[/button] [button color=”red” size=”medium” link=”https://facebook.com/ngcupdate” icon=”” target=”true”]ফেইসবুক পেইজে লাইক দিন[/button] [button color=”green” size=”medium” link=”https://facebook.com/groups/205352140148053/” icon=”” target=”true”]গ্রুপে যোগ দিন[/button]

২০১৭-১৮ শিক্ষাবর্ষে মাস্টার্স শেষ পর্বে ২য় পর্যায়ের ভর্তি আবেদনের সময়বৃদ্ধি

 

২০১৭-১৮ শিক্ষাবর্ষে মাস্টার্স শেষ পর্বে ২য় পর্যায়ের ভর্তি আবেদনের সময়বৃদ্ধি 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *