জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেরা কলেজের এক নোটিসে ৬ বানান ভুল

জাতীয় বিশ্ববিদ্যালয়ের র‌্যাংকিংয়ে সেরা রাজশাহী কলেজের অফিসিয়াল পেইজে (নিজস্ব ওয়েব সাইট) নোটিস বোর্ডের ১০ লাইনের লেখায় ছয়টি বানান ভুল পাওয়া গেছে। দেশের স্বনামধন্য এই শিক্ষাপ্রতিষ্ঠানটির ওয়েব সাইটের ভুলের বিষয়টি নিয়ে গুঞ্জন উঠেছে। তবে শিক্ষাপ্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হচ্ছে, এটা অনিচ্ছাকৃত ভুল। সংশোধন করা হবে। রাজশাহী কলেজের নিজস্ব ওয়েব সাইটটি দেখলে চোখে পড়বে ভুলগুলো।

[button color=”blue” size=”medium” link=”https://www.youtube.com/channel/UCiV9l4fGG3kzV4nLZmUYPpw?sub_confirmation=1″ icon=”” target=”true”]আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন[/button] [button color=”red” size=”medium” link=”https://facebook.com/ngcupdate” icon=”” target=”true”]ফেইসবুক পেইজে লাইক দিন[/button] [button color=”green” size=”medium” link=”https://facebook.com/groups/205352140148053/” icon=”” target=”true”]গ্রুপে যোগ দিন[/button]

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেরা কলেজের এক নোটিসে ৬ বানান ভুল
নোটিস বোর্ডে রয়েছে ‘জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ‘এঁর’ (‘এঁর’ দেওয়া আছে, হবে ‘এর’) ৯৯তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্তি।’

আরও পড়ুনঃ এন.ইউ এর মার্চ মাসের কর্মসূচী

‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-(এঁর) ৭ মার্চের ভাষণ এবং ‘চিত্রান্কন’ (‘চিত্রান্কন’ দেওয়া আছে, হবে চিত্রাঙ্কন) প্রতিযোগিতা পরিচালনার জন্য কমিটি গঠনের অফিস আদেশ।’

‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান- ‘এঁর’ (‘এঁর’ দেওয়া আছে, হবে ‘এর’) ৭ মার্চের ভাষণ এবং ‘চিত্রান্কন’ (‘চিত্রান্কন’ দেওয়া আছে, হবে চিত্রাঙ্কন) প্রতিযোগিতায় অংশগ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্তি।’

‘২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে মাস্টার্স শেষ পর্ব (নিয়মিত) কোর্সে ভর্তি কার্যক্রমে ২য় পর্যায়ে ‘অনলািইনে’ (‘অনলািইনে’ দেওয়া আছে, হবে অনলাইন) ভর্তির প্রাথমিক আবেদন ফরম পূরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি।’

এবিষয়ে রাজশাহী কলেজের অধ্যক্ষ হবিবুর রহমান দৈনিক শিক্ষাকে বলেন, ‘মন্ত্রণালয় থেকে এর বানান ‘এঁর’ এ ভাবে লিখতে বলেছে। এছাড়া যে বানানগুলো ভুল আছে তা ঠিক করা হবে।’

সূত্রঃ দৈনিক শিক্ষা

আরও পড়ুনঃজাতীয় বিশ্ববিদ্যালয় র‌্যাংকিং এ সেরা কলেজসমূহ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেরা কলেজের এক নোটিসে ৬ বানান ভুল 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *