প্রাইম ব্যাংক শিক্ষা বৃত্তি 2020 scholarship Prime Bank

প্রাইম ব্যাংক শিক্ষা বৃত্তি 2020 scholarship Prime Bank অনার্স পড়ুয়া শিক্ষার্থীদের জন্য প্রাইম ব্যাংক শিক্ষা বৃত্তি ২০২০ এর বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। স্নাতক পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি দেবে প্রাইম ব্যাংক। প্রাইম ব্যাংক লিমিটেডের CSR কার্যক্রমের আওতায় প্রাইম ব্যাংক ফাউন্ডেশন ২০০৭ সাল থেকে দরিদ্র ও মধ্যবিত্ত মেধাবী শিক্ষার্থীদের জন্য এই বৃত্তি প্রদান করে আসছে।

আবেদনের যোগ্যতাঃ
• কেবলমাত্র ২০১৯ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমানে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে স্নাতক পর্যায়ে অধ্যয়নরত হতে হবে।
• এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত মোট জিপিএ ছাত্র কমপক্ষে ৯:০০ এবং ছাত্রী ৮.৮০ থাকতে হবে।
• অভিভাবকের মাসিক আয় সর্বোচ্চ ১০,০০০ টাকা বা তার নিচে হতে হবে।
• অন্য কোন উৎস (সরকারী/বোর্ড বৃত্তি ব্যতীত) থেকে বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রী এই বৃত্তির জন্য বিবেচিত হবে না।

আবেদনের নিয়মাবলীঃ
• আবেদনের সাথে এসএসসি ও এইচএসসি পরীক্ষার সনদ ও নম্বরপত্রের ফটোকপি, সদ্য তােলা দুই কপি রঙ্গিন ছবি এবং পৌরসভা/ইউনিয়ন পরিষদ প্রধান/ ওয়ার্ড কাউন্সিলর বা প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক অভিভাবকের আয়ের সনদপত্র সংযুক্ত করতে হবে।
• ভুল বা মিথ্যা তথ্য প্রদান করলে আবেদন পত্র বাতিল বলে গণ্য হবে।
• বৃত্তি মনােনয়নে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চুড়ান্ত বলে বিবেচিত হবে।

বৃত্তির অন্যান্য বৈশিষ্ট্যঃ
• হতদরিদ্র (যেমনঃ প্রান্তিক কৃষক/ভূমিহীন/গৃহহীন/দিনমজুর/ভিক্ষাবৃত্তি/নদীভাঙ্গন কবলিত/মঙ্গাপিড়ীত/ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত/রিকশা বা ভ্যান চালক/ভিজিডি-ভিজিএফ কার্ডহােল্ডার/ক্ষুদ্র ঋন গ্রহিতা/গৃহপরিচারিকা ইত্যাদি), এতিম, শারীরিক প্রতিবন্ধী, অসচ্ছল মুক্তিযোদ্ধার সন্তান বা তাদের বংশধর, আদিবাসী অনগ্রসর সমাজ, স্বামী পরিত্যাক্তা মায়ের সন্তান, নার্সিং ও কারিগরি শিক্ষার্থীদের ক্ষেত্রে নির্ধারিত যােগ্যতা কিছুটা শিথিলযােগ্য।

আবেদনপত্র পাঠানাের সময়সীমা ও ঠিকানাঃ

আবেদনপত্র আগামী ০৬ অক্টোবর, ২০২০ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।

প্রাইম ব্যাংক শিক্ষা বৃত্তি 2020 scholarship Prime Bank

প্রাইম ব্যাংক শিক্ষা বৃত্তি 2020 scholarship Prime Bank

আবেদন করতে এখানে ক্লিক করুন।

অনার্স পড়ুয়া শিক্ষার্থীদের জন্য প্রাইম ব্যাংক শিক্ষা বৃত্তি ২০২০

 

প্রাইম ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটঃ www.primebank.com.bd

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *