একাদশ শ্রেণি ৪র্থ ধাপে ভর্তির আবেদন 2024 HSC Admission আবেদন করার সুযোগ দিয়েছে বোর্ড। শিক্ষার্থী,অভিভাবক ও বিভিন্ন কলেজের অধ্যক্ষগণের আবেদনের প্রেক্ষিতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে online এর মাধ্যমে ভর্তির লক্ষ্যে পুনরায় (সর্বশেষ) ৪র্থ ধাপে আবেদন গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষার্থী ও অভিভাবকসহ সকলকে নিম্নোক্ত সময়সূচি অনুসরণ করার জন্য অনুরােধ করা হলাে। আবেদন পদ্ধতি শিক্ষা বাের্ডসমূহের নির্ধারিত ভর্তি ওয়েবসাইট:(http://www.xiclassadmission.gov.bd) তে প্রদত্ত পূর্ণাঙ্গ নির্দেশিকা অনুসরণ করতে হবে। সংশ্লিষ্ট শিক্ষার্থী ও অভিভাবকদের কলেজে বিদ্যমান আসন সংখ্যা দেখে সর্বনিম্ন ০৫টা এবং সর্বোচ্চ ১০(দশ) টি কলেজে আবেদন করতে হবে।
২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে (সর্বশেষ) ৪র্থ ধাপে online এর মাধ্যমে যে সকল শিক্ষর্থী আবেদন করতে পারবে:
১। যে সকল শিক্ষার্থী পূর্বে আবেদন করেনি বা আবেদন করে কলেজ সিলেকশন পায়নি;
২। যে সকল শিক্ষার্থী চূড়ান্ত মনােনয়ন পেয়েছে কিন্তু কোন কারণে কলেজে নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি হতে পারেনি
কিংবা নিশ্চায়ন করতে পারেনি;
একাদশ কলেজ ভর্তির ৪র্থ ধাপরে আবেদনের তারিখসমূহ:
১। ৪র্থ ধাপের অনলাইনে আবেদন: ১১ আগস্ট থেকে ১৪ আগস্ট ২০২৪
২। ৪র্থ ধাপের ফলাফল প্রকাশ: ১৭ আগস্ট ২০২৪ রাত ৮টায়
৩। ৪র্থ ধাপের নিশ্চায়ন: ১৮ আগস্ট থেকে ১৯ আগস্ট ২০২৪
৪। ৪র্থ ধাপের কলেজে চূড়ান্ত ভর্তি: ১০ আগস্ট ২০২৪
২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে সর্বশেষ ৪র্থ পর্যায়ে অনলাইনের মাধ্যমে ভর্তির আবেদন, ফল প্রকাশ, নিশ্চায়ন ও কলেজে ভর্তির সময়সূচি।
ভর্তি বিষয়ক ওয়েবসাইটঃ xiclassadmission.gov.bd
Dhaka brd er notice kobr dibe vaiya
আগামী মাসে দিতে পারে। নোটিশ পেলে জানাবো। আপনি নোটিফিকেশনে হ্যাঁ দিয়ে রাখুন
Vaia Rajshahi bord a kobe dibe
নোটিশ পেলে এখানে জানানো হবে। নিয়মিত এখানে চেক করুন প্লিজ।
Rajshahi ta aiber manually additional koba hoba ?
কোন নিউজ পাইনি। আপনি কলেজের অফিসে যোগাযোগ করুন।