NU মাস্টার্স প্রফেশনাল ভর্তির রিলিজ স্লিপ আবেদন Masters 2021

NU মাস্টার্স প্রফেশনাল ভর্তির রিলিজ স্লিপ আবেদন Masters 2021 বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে চলমান শিক্ষাবর্ষ অনুযায়ী বিএড/বিপিএড/বিএমএড/বিএসএড/এমএড/এমএসএড/এমপিএড ভর্তি কার্যক্রমের রিলিজ স্লিপে অনলাইন আবেদন ১৫ ফেব্রুয়ারি ২০২১ তারিখ বিকাল ৪টা থেকে শুরু হয়ে ২২ ফেব্রুয়ারি ২০২১ তারিখ রাত ১২টা পর্যন্ত চলবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০ শিক্ষাবর্ষে মাস্টার্স (প্রফেশনাল) কোর্সের বিএড/বিএমএড/বিএসএড/বিপিএড/এমএ/এমএসএড/এমপিএড/ এমএসসি ইন কম্পিউটার সায়েন্স ভর্তি কার্যক্রমে অনলাইন রিলিজ স্লিপের আবেদন ১৫ ফেব্রুয়ারি ২০২১ তারিখ বিকাল ৪টা থেকে শুরু হয়ে ২২ ফেব্রুয়ারি ২০২১ তারিখ রাত ১২টা পর্যন্ত চলবে।

২০২০ শিক্ষাবর্ষে মাস্টার্স (প্রফেশনাল) কোর্সের ভর্তি কার্যক্রমে রিলিজ স্লিপে যারা আবেদন করতে পারবেঃ

ক) মেধা তালিকায় স্থান পায়নি

খ) মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি হয়নি

গ) মেধা তালিকায় ভর্তি হয়ে পরবর্তীতে ভর্তি বাতিল করেছে এবং

ঘ) ২য় পর্যায়ে যে সকল আবেদনকারী অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ করেছে এবং সংশ্লিষ্ট কলেজ/প্রতিষ্ঠান কর্তৃক ফরম নিশ্চয়ন করা হয়েছে, সে সকল আবেদনকারীকে মেধা তালিকায় স্থান পেতে অবশ্যই রিলিজ স্লিপের মাধ্যমে আবেদন করতে হবে।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) এর Prospectus /Important Notice অপশন থেকে জানা যাবে। কলেজ কর্তৃক যে সকল আবেদনকারীর প্রাথমিক আবেদন নিশ্চয়ন করা হয়নি, সে সকল আবেদনকারী রিলিজ স্লিপে আবেদন করতে পারবে না।

NU মাস্টার্স প্রফেশনাল ভর্তির রিলিজ স্লিপ আবেদন

অনলাইনে রিলিজ স্লিপের আবেদন করার নিয়মঃ

 ২০২০ শিক্ষাবর্ষে মাস্টার্স (প্রফেশনাল) কোর্সের ভর্তি কার্যক্রমে রিলিজ স্লিপে অনলাইন আবেদনের তারিখঃ

i) রিলিজ স্লিপে আবেদনের জন্য আবেদনকারীকে ভর্তি বিষয়ক ওয়েবসাইটে (www.nu.ac.bd/admissions) থেকে Applicant Login অপশনে Master’s (Prof) Login ক্লিকে গিয়ে আবেদন ফরমের রােল নম্বর ও পিন নম্বর এন্ট্রি দিতে হবে।

ii) রিলিজ স্লিপে আবেদনের জন্য College Selection Option এ গিয়ে আবেদনকারী তার পছন্দ অনুযায়ী কলেজ Select করলে ঐ কলেজে কোর্সভিত্তিক শূন্য আসনের তালিকা ও তার Eligible কোর্সের তালিকা দেখতে পাবে। এ পর্যায়ে আবেদনকারী তার Eligible কোর্সের তালিকা থেকে নতুন করে পছন্দক্রম নির্ধারণ করে এন্ট্রি দিবে। এভাবে একজন আবেদনকারীকে তার পছন্দ অনুযায়ী তিনটি কলেজে পর্যায়ক্রমে কোর্স পছন্দক্রম নির্ধারণ করে এন্ট্রি দিতে হবে।

iii) রিলিজ স্লিপের আবেদন সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে না এবং আবেদনকারীকে কোন ফি প্রদান করতে হবে না।

iv) রিলিজ স্লিপের আবেদন সংশ্লিষ্ট কলেজ কর্তৃক অনলাইনে নিশ্চয়ন করতে হবে না।

২০২০ শিক্ষাবর্ষে মাস্টার্স (প্রফেশনাল) কোর্সের ভর্তি কার্যক্রম নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী সম্পন্ন করতে হবেঃ

NU ২০২০ সালের মাস্টার্স প্রফেশনাল ভর্তির রিলিজ স্লিপ আবেদন Masters 2021

NU মাস্টার্স প্রফেশনাল ভর্তির রিলিজ স্লিপ আবেদন

রিলিজ স্লিপে আবেদন করতে এখানে ক্লিক করুন 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *