MBBS ভর্তি পরীক্ষার প্রশ্ন ও সমাধান 2019

MBBS ভর্তি পরীক্ষার প্রশ্ন ও সমাধান 2019 দেখে মিলিয়ে নিতে পারবেন আপনাদের দেয়া উত্তরসমূহ। আজা ১১ অক্টোবর ২০১৯ তারিখে ২০১৯-২০ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় দেশের বিভিন্ন কেন্দ্রে।

Degree, Honours. Masters বিগত সালের প্রশ্ন ও সমাধান, সাজেশন, নোটিশ পেতে এখানে ক্লিক করে নিয়মিত চেক করুন

পরীক্ষার সময়কালঃ সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত।

সর্বমোট নম্বরঃ ১০০

রাজধানীসহ সারাদেশের ১৯টি কেন্দ্রের ৩২টি ভেন্যুতে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএস প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এবারের পরীক্ষায় অংশ নেন মোট ৭২ হাজার ৯২৮ ভর্তীচ্ছু শিক্ষার্থী। গত বছরের তুলনায় এবার সাত হাজার ৯ জন বেশি। ৩৬টি সরকারি এবং ৭০টি বেসরকারি মেডিক্যাল কলেজের মোট আসনসংখ্যা ১০ হাজার ৪০৪।

এর মধ্যে এবার ঢাকা মহানগরের পাঁচটি কেন্দ্রের ১১টি ভেন্যুতে ৩৫ হাজার ৯৮৫ জন এবং ঢাকার বাইরে ১৫টি জেলায় ৩৬ হাজার ৯৪৩ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেন।

আরও পড়ুনঃ BDS বিডিএস ভর্তি বিজ্ঞপ্তি ও আবেদন করার নিয়ম ২০১৯-২০ শিক্ষাবর্ষের 2019

MBBS ভর্তি পরীক্ষার প্রশ্ন ও সমাধান 2019

১. বাংলাদেশ কতসালে ওয়ানডে স্ট্যাটাস লাভ করে?

উত্তরঃ ১৯৯৭ সালে

২.  চাপের SI একক কী?

উত্তরঃ প্যাসকেল ( Pascale)

৩. Past participle of swim is?

Ans: swum 

৪. ইলেক্ট্রোন আয়নে কয়টি ইলেকট্রন আছে?

উত্তরঃ ১

৫. কোনটা অম্লধর্মী অক্সাইড?

উত্তরঃ B(OH)3

৬. কোনটি সিলোম্বিহীন পর্ব?

উত্তরঃ Fasciola Hepatica

৭. কবুতর কোন শ্রেণীর?

উত্তরঃ এভিস (Aves)

৮. গবলেট কোষ বেশি থাকে কোথায়?

উত্তরঃ বৃহদান্ত্রে

৯. Eerythromycin সৃষ্টি হয় কোঠা থেকে? 

উত্তরঃ বৃক্কে (Kidney) 

১০. ফরমালডিহাইড ও পটাশিয়ামকে উত্তপ্ত করলে কি তৈরি হয়?

উত্তরঃ মিথানোয়িক এসিড (HCOOH)  

১১. পদ্মা সেতু নির্মাণের অর্থনৈতিক দায়িত্ব কে নেয়?

উত্তরঃ বাংলদেশ সরকর

১২. রংধনুতে কী হয় না?

উত্তরঃ বিরলিকরন  

১৩. নিচের কোনটি যৌগিক পাতা নয়?

উত্তরঃ জবা

১৪. He has lost her x again, this is the second time this __.

উত্তরঃ has happened

১৫. ছত্রাকের কোষপ্রাচীর কি দিয়ে গঠিত?

উত্তরঃ কাইটিন

১৬. I am accustomed ___ such a life.

উত্তরঃ to

১৭. ‘চাকা ‘ কার সাথে সম্পর্কিত নয়?

উত্তরঃ  তাম্র যুগ  

১৮. মুক্তিযুদ্ধের সময় বাংলাদশ কয়টি সেক্টরে বিভক্ত ছিলো ?

উত্তরঃ ১১ টি

১৯. Which is not synonym of Ability?

উত্তরঃ Avail

২০. বাংলা একাডেমির পূর্বনাাম কি ছিল?

উত্তরঃ বর্ধমান হাউস

২১. মাইটোটিক কোষ বিভাজনে নিওক্লিয়াসের বিভাজনকে কি বলে?

উত্তরঃ ক্যারিওকাইনোসিস

২২. পরমশূন্য তাপমাত্রা কোনটি?

উত্তরঃ শূন্য কেলভিন, -২৭৩.১৫ ডিগ্রি সেলসিয়াস অথবা -৪৫৯.৬৭ ডিগ্রি ফারেনহাইট

২৩. আন্তঃকশেরুকায় কোন ধরনের তরুনস্থী থাকে?

উত্তরঃ স্বেত তন্তু

২৪. কোনটিতে ঐচ্ছিক পেশি থাকে?

উত্তরঃ জিহ্বা

২৫. HCL ক্ষরণ করে কোন কোষ?

উত্তরঃ প্যারাইটাল কোষ থেকে

২৬. বঙ্গবন্ধু পাকিস্তান থেকে মুক্ত হয়ে কত তারিখে দেশে আসেন?

উত্তরঃ ১০ জানুয়ারি ১৯৭২

২৭. জাতীয় সংসদের স্থপতি কে?

উত্তরঃ লুই আইকান

২৮. স্বাধীনতার স্তম্ভ কোথায় অবস্থিত?

উত্তরঃ সোহরাওয়ার্দী উদ্যানে

২৯. গ্রহগুলো উপবৃত্তাকার পথে আববর্তিত হয় এটা কার সূত্র?

উত্তরঃ কেপলারের

৩০.  Cycas এর সস্য?

উত্তরঃ Hopolid

৩১. নিচের কোনটি সিলোমবিহীন?

উত্তরঃ Fasciola 

৩২. পানি থেকে বরফ হলে কি ধরণের পরিবর্তন হয়?

উত্তরঃ আয়তন বাড়ে, ঘনত্ব কমে

৩৩. স্টেইললেস ষ্টীলে ষ্টীল এর সাথে কি থাকে?

উত্তরঃ Ni

৩৪. নিচের কোনটি জারক ও বিজারক উভয়ই?

উত্তরঃ NO

৩৫. নিচের কোনটি আলাদা?

উত্তরঃ এড্রোনালিন

৩৬. প্যারাসিমপ্যাথেটিক Nerve কোনটি?

উত্তরঃ অকুলোমোটর

৩৭. Antonym of Refractory is?

উত্তরঃ Obedient

৩৮. নিচের কোনটি পানিতে দ্রবণীয়?

উত্তরঃ NH3

৩৯. অক্সিজেনের আইসোটোপ কয়টি?

উত্তরঃ ৩ টি

৪০. নিচের কোনটির আদি কোষ নেই?

উত্তরঃ ব্রায়োফাইডা 

৪১. এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এটি কত তারিখের ভাষণ?

উত্তরঃ ৭ ই মার্চ

৪২. নিচের কোনটি অপ্রকৃত ফল?

উত্তরঃ আনারস

৪৩. 1 HP বা এক হর্স পাওয়ার সমান কত?

উত্তরঃ 746 W

৪৪. নিচের কোনটি আদিকোষ?

উত্তরঃ ব্যাকটেরিয়া

৪৫. ২ টা H2 কি বন্ধন দ্বারা যুক্ত?

উত্তরঃ সমযোজী বন্ধন

৪৬. ঘাসফড়িং এর হেপাটিক সিকা কয়টি?

উত্তরঃ ৬ জোড়া

৪৭. নিচের কোন গ্যাসটি বায়ুতে বেশী পাওয়া যায়?

উত্তরঃ নাইট্রোজেন (N2)

৪৮. বিশুদ্ধ পানির PH কত?

উত্তরঃ ৭

৪৯. নিচের কোনটি Acid Rain এর জন্য দায়ী?

উত্তরঃ SO2

৫০. 98.5 F সেন্টিগ্রেডে কত?

উত্তরঃ 36.94 C

৫১. ৪৮ মি/সেকেন্ড বেগে কোন বস্তুকে উপরে ছুঁড়লে কতক্ষণ শূন্যে থাকবে?

উত্তরঃ ৯.৮ সেকেন্ড 

৫২. একজন লোকের ভর ২০ কেজি। ২৫ সেমি ২০ টি সিঁড়ি বেয়ে উঠলে কাজ কত?

উত্তরঃ ৯৮০ জুল

৫৩. শূন্য মাধ্যমে আলোর বেগ কত?

উত্তরঃ ৩ ১০ মিটার/সেকেণ্ড

৫৪. নিচের কোনটি Antibody তৈরি করে?

উত্তরঃ B লিম্বোসাইট

৫৫. লেসার (LASER) এর পুর্ণরূপ কোনটি?

উত্তরঃ  light amplification by stimulated emission of radiation

৫৬. নিচের কোনটি দ্বারা অর্ধায়ূ প্রকাশ করা হয়?

উত্তরঃ T1/2

৫৭. ১ কিউসেক সমান কত লিটার?

উত্তরঃ ২৮.৩১৭ লিটার

৫৮. আন্তঃঅবস্থান্তর মৌল কয়টি?

উত্তরঃ ৩০ টি

৫৯. নিচের কোনটি গ্যাসীয় জারক?

উত্তরঃ O3

৬০. নিচের কোন রক্তের গ্রুপ সার্বজনীন গ্রহীতা?

উত্তরঃ AB

৬২. ফাইব্রিনোজেন তৈরি করে?

উত্তরঃ যকৃত 

৬৩. উদ্ভিদকোষে পাওয়া যায়?

উত্তরঃ সেন্ট্রোসোম

৬৪. আগুন নিয়ন্ত্রণে নিচের কোনটি ব্যবহার করা হয়?

উত্তরঃ CO2 

৬৫. আর্সেনিক (AS) এর নিরাপদ মাত্রা?

উত্তরঃ .01 PPM

৬৬. Power (ক্ষমতা) এর একক নয় কোনটি?

উত্তরঃ J (জুল)

৬৭. নিচের কোনটি শক্তিশালী?

উত্তরঃ NH3

৬৮.  5% Na2co3 এর মোলারিটি কত?

উত্তরঃ .47 M

৬৯. নিউক্লিয়াসের বিভাজনকে বলে?

উত্তরঃ ক্যারিওকাইনেসিস

৭০. নিডোসাইট এর ……?

উত্তরঃ কর্ষিকা

৭১. আন্তঃ কশেরুকায় কোন ধরণের তরুণাস্থি থাকে?

উত্তরঃ শ্বেততন্ত্রুম

৭২. নীল লিটমাসকে লাল করে?

উত্তরঃ এসিড 

৭৩. স্থায়ী ক্ষরতা দূর করা যায় না?

উত্তরঃ ফুটন্তকরণে

৭৪. সোনালী হলুদ?

উত্তরঃ NA+

৭৫. DNA ভাইরাস?

উত্তরঃ হেপাটাইসিস B

৭৬. সবচেয়ে বেশী খাদ্যসার শোষিত হয়?

উত্তরঃ .01 Mg

৭৭. If I get a lottery, I— buy a house.

উত্তরঃ will

৭৮. গ্লুকোজ থেকে ইথাইল অ্যালকোহল..?

উত্তরঃ জাইমেজ

৭৯.  নিচের কোনটি দ্বিস্তরী প্রাণী?

উত্তরঃ হাইড্রা

৮০. গ্যাসীয় বিনিময় হয় কোথায়?

উত্তরঃ অ্যালডিওল

৮১. সুন্দরবনকে World heritage ঘোষণা করা হয় কত সালে?

উত্তরঃ ১৯৯৭ সালে

৮২. শব্দের প্রবলতার একক?

উত্তরঃ wm-2

৮৩. উত্তল লেন্সের আকার হতে পারেনা?

উত্তরঃ সিলিন্ডিক্যাল

৮৪. রান্নার কাজে ব্যবহৃত তরল গ্যাস?

উত্তরঃ বিউটেন

কার্টেসিঃ jobstestbd.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *