NSTU ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করার নিয়ম Admit 2019 করার নিয়ম দেখুন এখানে। এডমিট কার্ড ডাউনলোডের তারিখ ঘোষনার পর আবেদনকারী, বিশ্ববিদ্যালয়ের এডমিশন সাইট এ প্রবেশ করে এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। এজন্য আবেদনকারীকে প্রথমে হোম পেইজ থেকে লগইন করতে হবে।
প্রবেশপত্র সংগ্রহের তারিখ | : | ২৬ অক্টোবর, ২০১৯ (শনিবার) থেকে ৩১ অক্টোবর ২০১৯ (বৃহস্পতিবার), রাত ১২:০০ টা পর্যন্ত (ছুটির দিনসহ)। |
ভর্তি পরীক্ষার তারিখ ও সময় | : |
|
||||||||||
ফল প্রকাশ | : | ০৬ নভেম্বর ২০১৯ (বুধবার)। |
প্রবেশপত্র ডাউনলোড করার ধাপসমূহঃ
- লগইন এ ক্লিক করলে উইন্ডো আসবে। যেখানে আবেদনকারীকে তার উচ্চমাধ্যমিক ও মাধ্যমিক এর রোল লিখতে হবে এবং পাশের বছর ও বোর্ড সিলেক্ট করতে হবে। রোল টাইপ এবং পাশের বছর ও বোর্ড সিলেকশনের পর নিচের দিকে থাকা অগ্রসর হোন বাটনে ক্লিক করুন।
- ড্যাশবোর্ডের উপরের দিকে যে ইউনিটে আবেদন করা হয়েছে তার বরাবর এডমিট কার্ড কলামে সবুজ রঙের ডাউনলোড বাটন থাকবে।
- ডাউনলোড বাটনে ক্লিক করুন। এডমিট কার্ডটি pdf.ফরমেটে আপনার কম্পিউটারে ডাউনলোড হবে।
- ২ কপি রঙ্গিন প্রিন্ট করতে হবে।
ভর্তি পরীক্ষা সংক্রান্ত নির্দেশনাঃ
১. প্রবেপত্র রঙ্গিন ২ কপি প্রিন্ট নিতে হবে। ১ কপি পরীক্ষার্থীর জন্য এবং অন্য কপি বিশ্ববিদ্যালয়ের ব্যবহারের জন্য।
২. পরীক্ষার হলে এইচএসসির মূল রেজিষ্ট্রেশন কার্ড এবং ২ কপি রঙ্গিন পাসপোর্ট সাইজের ছবি নিয়ে আসতে হবে।
৩. কোন ইলেক্ট্রনিক্স ডিভাইস ব্যবহার করা যাবেনা। যেমনঃ মোবাইল, ঘড়ি, ,ক্যালকুলেটর ইত্যাদি।
৪. পরীক্ষার্থীর কান অবশ্যই খোলা রাখতে হবে পরীক্ষার হলে।
৫. পরীক্ষা আরম্ভের অন্তত ৩০ মিনিত পূর্বে হলে প্রবেশ কতে হবে।
NSTU ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করার নিয়ম Admit 2019
Admit Card Sample
প্রবেশপত্র ডাউনলোড করতে এখানে ক্লিক করুন