বিএসসি টেক্সটাইল ইঞ্জিয়ারিং ভর্তি ২০১৯-২০ Bsc Textile Admission 2019

বিএসসি টেক্সটাইল ইঞ্জিয়ারিং ভর্তি ২০১৯-২০ Bsc Textile Admission 2019 শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম চলবে ১৫/১০/২০১৯ থেকে ৩০/১১/২০১৯ তারিখ পর্যন্ত।

Degree, Honours. Masters বিগত সালের প্রশ্ন ও সমাধান, সাজেশন, নোটিশ পেতে এখানে ক্লিক করে নিয়মিত চেক করুন

বস্ত্র ও পাট মন্ধণালয়ের অধীন বস্ত্র অধিদপ্তর কর্তৃক পরিচালিত এবং বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৬টি সরকারী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে বিভিন্ন বিভাগে ৪ (চার) বছর মেয়াদি বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্সে ২০১৯-২০ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছুদের নিকট থেকে নির্ধারিত পদ্ধতিতে আবেদন আহবান করা যাচ্ছে।

ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণের যোগ্যতাঃ

(ক) প্রার্থীকে অবশই জন্মসূত্রে বা নাগরিকত্ব গ্রহণে বাংলাদেশের স্থায়ী বাসিন্দা হতে হবে।

(খ) প্রার্থীকে বাংলাদেশের যে কোন শিক্ষা বাের্ড থেকে ২০১৬ অথবা ২০১৭ সনে অনুষ্ঠিত এসএসসি বিজ্ঞান/ সমমান পরীক্ষায় অথবা বিদেশী শিক্ষা বোর্ড থেকে সমমানের পরীক্ষায় এবং ২০১৮ অথবা ২০১৯ সনে অনুষ্ঠিত এইচএসসি বিজ্ঞান কিংবা উহার সমমানের পরীক্ষায় পাশ করতে হবে।

(গ) এসএসসি এবং এইচএসসি পরীক্ষা, বিজ্ঞান বিভাগে উভয় পরীক্ষায় প্রত্যেকটিতে ন্যূনতম ৩.৫০ পয়েন্ট পেয়ে থাকলে আবেদন করতে পারবে। তবে তাদের এইচএসসি পরীক্ষায় গণিত, পদার্থ, রসায়ন ও ইংরেজীতে মােট গ্রেড পয়েন্ট কমপক্ষে ১৫.০০ পেতে হবে। উপরােক্ত বিষয়সমূহে আলাদাভাবে ন্যূনতম ৩.০০ পয়েন্ট পেতে হবে।

(খ) GCE O লেভেল এবং A লেভেল পাশ প্রার্থীদের ক্ষেত্রে GCE O পরীক্ষায় কমপক্ষে ৫টি পেপারে গড়ে B এবং GCE A লেভেল পরীক্ষায় Physics, Chemistry and Mathematics এ B গ্রেড পেয়ে পাশ করতে হবে। কোন বিষয় D গ্রেড গ্রহণযোগ্য হবে না।

Equivalence Certificate প্রাপ্তির জনা 0 লেভেল এবং A লেভেল পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড, নম্বরপত্র ও সার্টিফিকেটের সত্যায়িত অনুলিপি এবং ১৫০০ (এক হাজার পাঁচ শত) টাকার পে-অর্ডার মহাপরিচালক বস্ত্র অধিদপ্তর বরাবর প্রদান পূর্বক ১৫/১১/২০১৯ তারিখের মধ্যে আবেদন করতে হবে।

আবেদনের সময় সীমাঃ ১৫/১০/২০১৯ হতে ৩০/১১/২০১৯ তারিখের মধ্যে আবেদন করতে হবে।

মোবাইল ফোনের মাধ্যমে ভর্তির আবেদন প্রক্রিয়াঃ

(ক) শুধু টেলিটক মােবাইল ফোনের মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে। ভর্তি কার্যক্রম, ব্যবস্থাপনা, পরীক্ষা অনুষ্ঠান, ফলাফল প্রণয়ন ইত্যাদি ব্যয় বাবদ সর্বমােট আবেদন ফি ১০০০/- (এক হাজার) টাকা মাত্র কেটে নেয়ার জন্য সংশিষ্ট মােবাইলে পর্যাপ্ত টাকা থাকতে হবে।

(খ) ভর্তি পরীক্ষায় আবেদনের জনা একটি টেলিটক প্রিপেইড মােবাইল ফোন থেকে ১৬২২২ নম্বরে SMS করতে হবে।

(গ) একটি টেলিটক প্রিপেই্ড মােবাইল ফোনের মাধ্যমে Message অপশনে গিয়ে DOT লিখে, স্পেস দিয়ে HSC শিক্ষাবাের্ডের নামের প্রথম তিনটি অক্ষর লিখে স্পেস দিয়ে HSC রােল নম্বর লিখে, স্পেস দিয়ে HSC পাশের সাল লিখে, স্পেস দিয়ে SSC শিক্ষাবাের্ডের নামের প্রথম তিনটি অক্ষর লিখে স্পেস দিয়ে SSC রােল নম্বর লিখে, স্পেস দিয়া SSC পাশে সাল লিখে স্পেস দিয়ে পছন্দের ক্রম অনুযায়ী কলেজ সমূহের নামের কোড লিখে স্পেস দিয়ে যে কেন্দ্রে পরীক্ষা দিতে ইচ্ছুক সেই কেন্দ্রের কেন্দ্র কোড লিখে স্পেস দিয়ে ১৬২২২ নম্বরে SMS করতে হবে।

উদাহরণঃ DOT স্পেস DHA স্পেস xxxxxx স্পেস ২০১৯ স্পেস DHA স্পেস xxxxx স্পেস ২০১৬ স্পেস BPNZJR স্পেস Z

এখানে xxxxxx এর জায়গায় এইচএসসি ও এসএসসি পরীক্ষার রোল নম্বর লিখতে হবে।

মােবাইল ফোনের Message অপশনে অন্যান্য যে সকল শব্দ সংক্ষেপে ব্যবহার করা হবে তা নিম্নরূপঃ

সিলেট শিক্ষাবোর্ড SYL, বরিশাল শিক্ষাবোর্ড BAR, চট্রগ্রাম শিক্ষাবাের্ড CHI, কুমিল্লা শিক্ষাবোর্ড COM, দিনাজপুর শিক্ষাবাের্ড DIN, যশাের শিক্ষাবোর্ড JEs, ঢাকা শিক্ষাবাের্ড DHA, রাজশাহী শিক্ষাবাের্ড RAJ, মাদ্রাসা শিক্ষাবাের্ড MAD, এবং বাংলাদেশ কারিগরি শিক্ষাবাের্ড TEC, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় BOU লিখতে হবে।

(খ) উপরের SMS টি পাঠানাের পর সকল তথ্য সঠিক হলে ফিরতি SMS এ আবেদনকারীর নাম, ভর্তির ফি ও একটি PIN জানিয়ে সম্মতি চাওয়া হবে। তখন ১৬২২২ নম্বরে আরেকটি SMS পাঠিয়ে সম্মতি জানাতে হবে। সম্মতি জানানাের জন্য প্রথমে DOT লিখে, স্পেস দিয়ে YES লিখে, স্পেস দিয়ে PIN লিখে, স্পেস দিয়ে আবেদনকারীর যােগাযোগের জন্য নিজের ব্যবহৃত যে কোন অপারেটর এর একটি মােবাইল ফোন নম্বর লিখে ১৬২২২ নম্বরে SMS করতে হবে।

উদাহরণঃ DOT স্পেস YES স্পেস PIN-Number স্পেস Contact Number।

উলেখ্য যে, সম্মতি জানিয়ে SMS পাঠালেই কেবল আবেদনকারীর মােবাইল ফোন থেকে ভর্তি পরীক্ষার ফি কেটে নেয়া হবে, অন্যথায় কোন ফি কাটা হবে না।

(৬) আবেদনকারীর মােবাইলে পর্যাপ্ত পরিমাণ টাকা থাকলে তা থেকে ভর্তি পরীক্ষার নির্দিষ্ট ফি কেটে নিয়ে একটি SMS এর মাধ্যমে সাথে সাথেই User ID ও Password দেওয়া হবে। User ID ও Passsword সযত্নে সংরক্ষণ করতে হবে। হারালে admit card পাওয়া সম্ভব হবে না।

(চ) GCE O লেভেল এবং A লেভেলের ক্ষেত্রে আবেদনকারীকে নিমোক্ত উদাহরণ অনুযায়ী ১৬২২২ নম্বরে SMS করতে হবে।

উদাহরণঃ DOT স্পেস GCE xxxx ২০১৯ এখানে xxxxxx এর জায়গায় আবেদনকারীকে বস্ত্র অধিদপ্তর কর্তৃক প্রদত্ত Equivalence Certificate এর Candidate নম্বরটি বসাতে হবে।

সংরক্ষিত কোটায় ছাত্র-ছাত্রী ভর্তি সম্পর্কিতঃ

প্রতিটি কলেজে নির্ধারিত আসনের অতিরিক্ত মুক্তিযোদ্ধা কোটায় (FFQ) ০২টি এবং ক্ষুদ্র ক্ষু গােষ্ঠী কোটায় (TRI) ০১ টিসহ মােট ০৩ টি আসন সংরক্ষিত থাকবে। উক্ত কোটাসমূহে ভর্তির উপযুক্ত প্রার্থী না পাওয়া গেলে আসন শূণ্য থাকবে।

(খ) একটি টেলিটক প্রিপেইড মােবাইল ফোনের মাধ্যমে Message অপশনে গিয়ে DOT লিখে, স্পেস দিয়ে HSC শিক্ষাবাের্ডের নামের প্রথম তিনটি অক্ষর লিখে স্পেস দিয়ে HSC বাের্ড রোল নম্বর লিখে, স্পেস নিয়ে HSC পাশের সাল লিখে, স্পেস দিয়ে SSC শিক্ষাবোর্ডে নামের প্রথম তিনটি অক্ষর লিখে স্পেস দিয়ে SSC রোল নম্বর লিখে, স্পেস দিয়ে SSC পাশের সাল লিখে স্পেস দিয়ে পছন্দে্র কলেজ সমূহের নামের অক্ষর লিখে স্পেস দিয়ে যে কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক উক্ত কেন্দ্র কোড নম্বর লিখে স্পেস দিয়ে সংরক্ষিত কোটার মুক্তিযোদ্ধা কোটায় FFQ কুদ্র নৃ-গোষ্ঠী কোটায় TRI লিখে ১৬২২২ নম্বরে SMS করতে হবে।

প্রবেশপত্র ডাউনলোডঃ

(ক) প্রবেশ পত্রের জন্য প্রথমে নির্ধারিত সাইজের এক কপি রঙিন ছবি ৩০০ x ৩০০ Pixel File size less than 100kb ও Signature (৩০০ x ৮০ Pixel, File size less than 60kb) স্ক্যান করতে হবে।

এরপর Desktop বা যে কোন ফোল্ডারে Save করতে হবে। Admit Card Download করতে http://dot.teletalk.com.bd অথবা www.dot.gov.bd তে গিয়ে প্রথমে নিজ নিজ User ID ও Password দিতে হবে।

ইনপুট তথ্যাবলী সঠিক হলে Photo & Signature Upload করার Option পাওয়া যাবে। Photo (৩০০ x ৩০০ Pixel, File size less than ১০০kb ও Signature (৩০০ x ৮০ Pixel, File size less than 60 kb) Upload হলে প্রবেশপত্র ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে।

(খ) প্রবেশপত্র ডাউনলোডের সময়সীমা SMS এর মাধ্যমে জানানাে হবে।

হেল্প লাইনঃ User ID ও Password হারিয়ে গেল বা পুনরায় জানতে হলে শুধুমাত্র টেলিটক প্রিপেইড মােবাইল হতে নিম্নোক্ত ভাবে ১৬২২২ তে এসএমএস করতে জৰে।

DOT<>HELP<>SSC BOARD<>ROLL<>YEAR & SENT TO 16222 অথবা

DOT<>HELP<>PIN<>PIN.NO & SENT TO 16222

ভর্তি পরীক্ষা নিম্নেবর্ণিত নিয়মাবলী অনুযায়ী অনুষ্ঠিত হবেঃ

(ক) পরীক্ষার বিষয় সমূহ ও নম্বরঃ গণিত ৬০, পদার্থ = ৬০, রসায়ন, ৬০, ইংরেজী – ২০।

(খ) ভর্তি পরীক্ষা ২০১৯ সালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বাের্ডসমুহ কর্তৃক পরিচালিত উচ্চ মাধ্যমিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী অনুষ্ঠিত হবে। 

(গ) MCQ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে।

(ঘ) প্রশ্নপত্রে ১০০ টি প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্নের নম্বর হবে ২, প্রশ্নে ৪টি উত্তরের Options থাকবে, পরীক্ষার সময় হবে ১ ঘণ্টা ২০ মিনিট।

(ঙ) প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫০ (শূন্য দশমিক পাঁচ) নম্বর কাটা যাবে।

(চ) ভর্তি পরীক্ষায় সময় কোন ধরনের ক্যালকুলেটর এবং ইলেকট্রনিক্স সিম/ডিভাইস ঘড়ি, ইলেকট্রনিক কলম, মােবাইল ফোন, সেল ফোন বা শ্রবন যন্ত্র বা অনানা উপকরণ সঙ্গে রাখা ও ব্যবহার করা যাবে না।

(ছ) পরীক্ষার্থীদের ভর্তি পরীক্ষার উত্তরপত্রে (OMR টি) কালাে কালির বলপেন দিয়ে ভর্তি পরীক্ষার রােল নম্বরসহ সংশিষ্ট ঘরসমূহ ইংরেজিতে পূরণ করতে হবে। পেন্সিল দিয়ে বৃত্ত ভরাট করলে উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে।

(জ) কোন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন করলে তার পরীক্ষা বাতিল বলে গণ্য হবে।

(ঝ) প্রার্থীর হয়ে অন্য কেউ ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণ করলে আইনানুগ ফৌজদারী ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রার্থী নির্বাচন ও ফলাফল প্রণয়নঃ

ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর সাথে এস.এস.সি বা সমমানের পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর ৮ গুণ ও এইচ.এস.সি বা সমমানের পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর ১২ গুণ যোগ করা হবে এবং কেন্ত্রীয়ভাবে মেধা তালিকা নির্ধারণ করা হবে। প্রার্থীর মেধা ও পছন্দের ক্রম অনুযায়ী ভর্তির জনা নির্বাচিত প্রার্থীদের মেধাতালিকা কলেজ ভিত্তিক প্রকাশ করা হবে। আসন শূন্য থাকা সাপেক্ষে কলেজ ভিত্তিক অপেক্ষমান তালিকা প্রকাশ করা হবে এবং ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের মেধা ও পছন্দ ক্রম অনুযায়ী কলেজ পরিবর্তনের সুযোগ থাকবে।

বিভাগ নির্ধারণঃ ভর্তির পর স্ব স্ব কলেজ কর্তৃক প্রার্থীর মেধা ও পছন্দ ক্রম অনুযায়ী সাক্ষাৎকারের মাধ্যমে বিভাগ নির্ধারণ করা হবে।

লক্ষণীয় বিষয়ঃ

ক) ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণের জন্য ইসকৃত প্রবেশপত্র (দুই কপি) এবং এইচএসসি/সমমানের পরীক্ষায় মূল রেজিষ্টেশন কার্ড ও দুটি  ফটোকপি অবশ্যই সংগে আনতে হবে।

খ) পরবর্তী যােগাযোগের জন্য আবেদনকারীকে ভর্তি পরীক্ষার রােল নম্বর সংরক্ষণ করতে হবে।

খ) ভর্তি পরীক্ষার দিন অন্তত ৪৫ মিনিট পূর্বে কেন্দ্রে এবং ৩০ মিনিট পূর্বে পরীক্ষার হলে উপস্থিত হতে হবে। পরীক্ষা শুরু হওয়ার ১৫ মিনিট পর কোন প্রার্থীকে পরীক্ষার হলে প্রবেশ করতে দেয়া হবে না।

ঘ) এসএমএস পদ্ধতি রেজিষ্ট্রেশন প্রক্রিয়ায় কোন সমস্যার সম্মুখীন হলে টেলিটকের কাস্টমার কেয়ার ১২১ নম্বরে যোগাযোগ করা যেতে পারে।

ঙ) ভর্তি সংক্ৰান্ত ব্যাপারে কোন তথা জানতে ০১৯৪০৮৩৪৭৯ (সকাল ৯:০০ থেকে বিকাল ৫:০০ টা) মােবাইল নম্বরে যােগাযোগ করা যেতে পারে।

(চ) ভর্তি সংক্রান্ত তথ্য সংশোধনী/ফলাফল জানার জন্য নিমেণাক্ত ওয়েব সাইট ভিজিট করা যেতে পারে।

www.dot.gov.bd, www.ctec.gov.bd, www.pabtec.gov.bd, www.btec.gov.bd, www.sarstec.com, www.sktecjhenaidah.com

(ছ) ভর্তি সংক্রান্ত যে কোন ব্যাপারে ভর্তি কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

বিএসসি টেক্সটাইল ইঞ্জিয়ারিং ভর্তি ২০১৯-২০ Bsc Textile Admission 2019

বিএসসি টেক্সটাইল ইঞ্জিয়ারিং ভর্তি ২০১৯-২০ Bsc Textile Admission 2019 1

বিএসসি টেক্সটাইল ইঞ্জিয়ারিং ভর্তি ২০১৯-২০ Bsc Textile Admission 2019 2

বিএসসি টেক্সটাইল ইঞ্জিয়ারিং ভর্তি ২০১৯-২০ Bsc Textile Admission 2019 3

বিএসসি টেক্সটাইল ইঞ্জিয়ারিং ভর্তি ২০১৯-২০ Bsc Textile Admission 2019 4

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *