NSTU চূড়ান্ত ভর্তির তারিখ ও নিয়মাবলী Admission 2019

NSTU চূড়ান্ত ভর্তির তারিখ ও নিয়মাবলী Admission 2019 প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

নােয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে মেধাতালিকা ও কোটায় উর্ত্তীণ শিক্ষার্থীদের ভর্তি আগামী ২৪ নভেম্বর ২০১৯ থেকে ০১ ডিসেম্বর ২০১৯ অনুষ্ঠিত হবে। ভর্তির সময়সূচী নিম্নরূপ:

মেধাতালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সাক্ষাৎকার, বিষয় নির্বাচন ও ভর্তি কার্যক্রম নিম্নোক্ত সময়সূচী অনুযায়ী অনুষ্ঠিত হবে।

ভর্তির জন্য প্রয়ােজনীয় কাগজপত্র ও নির্দেশিকাঃ

১. মেধাতালিকা থেকে ভর্তির অনুমতি প্রাপ্ত A, B ও C ইউনিটের উত্তীর্ণ প্রার্থীদের ২৪ নভেম্বর ২০১৯ থেকে ২৭ নভেম্বর ২০১৯ পর্যন্ত এবং D, E ও F ইউনিটের প্রার্থীদের ২৭ নভেম্বর ২০১৯ তারিখ থেকে ৩১ ডিসেম্বর ২০১৯ তারিখের মধ্যে অবশ্যই ভর্তি হতে হবে।

২. মুক্তিযােদ্ধা, উপজাতি ও অন্যান্য কোটা থেকে ভর্তির অনুমতি প্রাপ্ত প্রার্থীদেরকে ০২ ডিসেম্বর ২০১৯ তারিখের মধ্যে অবশ্যই ভর্তি হতে হবে।

৩. এসএসসি ও এইচএসসি’র মূল মার্কশিট এবং প্রত্যেকটির একটি করে সত্যায়িত কপি অবশ্যই সঙ্গে আনতে হবে।

৪. বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট থেকে ডাউনলােডকৃত প্রবেশপত্রের (ভর্তি পরীক্ষার সময় কক্ষ পরিদর্শক কর্তৃক স্বাক্ষরিত) কপি।

৫. ইউনিট ভিত্তিক বিষয় নির্বাচনী ফরম (চয়েস ফরম) অনলাইন থেকে সংগ্রহ ও পুরণ করে প্রিন্ট কপি সঙ্গে নিয়ে আসতে হবে।

৬. তিন কপি পাসপাের্ট সাইজের রঙিন ছবি।

৭. নাগরিকত্ব সনদ/জন্ম নিবন্ধন সনদ/পাসপাের্ট এর সত্যায়িত কপি।

৮. মুক্তিযােদ্ধা কোটায় ভর্তিচ্ছু প্রার্থীদের পিতা-মাতার অনুকুলে সরকার কর্তৃক ইস্যুকৃত মুক্তিযোদ্ধা সার্টিফিকেট এবং প্রয়োজনে দাদাদাদী, নানা-নানীর সম্পর্কের বিষয় নিশ্চিত করার জন্য ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কপোরেশন কর্তৃক প্রদত্ত এবং জেলা/উপজেলা মুক্তিযােদ্ধা কমান্ড কাউন্সিল কর্তৃক প্রত্যায়িত পিতা-মাতার ওয়ারিশ সনদ, জাতীয় পরিচয়পত্রের মূল কপি এবং সত্যায়িত কপি।

৯. ক্ষুদ্র নৃগােষ্ঠি (উপজাতি) প্রার্থীদের ক্ষেত্রে উপজাতি ভিত্তিক প্রত্যয়ন পত্রের মূল কপি ও সত্যায়িত কপি।

১০. হরিজন/দলিত সম্প্রদায়, প্রতিবন্ধী (দৃষ্টি, বাক ও শ্রবণ) সহ খেলোয়াড় (শুধুমাত্র বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের) কোটায় ভর্তির অনুমতি প্রাপ্ত প্রার্থীদের ভর্তির সময় যথাযথ প্রত্যয়নপত্র ও সনদপত্রের মূল কপি এবং সত্যায়িত কপি আনতে হবে।

১১. প্রথম টার্মের ক্রেডিট আওয়ার ফি সহ অন্যান্য ফি-চার্জ বাবদ সকল গ্রুপের জন্য সর্বসাকুল্যে ১৬,০০০,০০ (ষােল হাজার) টাকা ভর্তি হওয়ার জন্য সঙ্গে আনতে হবে। উপরােল্লিখিত কাগজপত্র ব্যতিত কোন ছাত্রছাত্রীকে ভর্তির অনুমতি দেয়া হবে না।

১২, ভর্তি ফি অগ্রণী ব্যাংক লিঃ- নােবিপ্রবি শাখা, অফিস চলাকালীন সময় হিসাব নম্বরঃ ০২০০০০৫৩২৬৫৪৪ এ জমা দিয়ে ভর্তি হবে।

বি:দ্র: মুক্তিযােদ্ধা, উপজাতি এবং অন্যান্য (হরিজন/দলিত সম্প্রদায়, প্রতিবন্ধী ও খেলােয়াড়) কোটায় ভর্তিকৃত শিক্ষার্থীদের ভর্তি পরবর্তী সনদ নিরীক্ষণ করা হবে এবং নিরীক্ষণে কোন শিক্ষার্থীর সনদ সঠিক প্রমাণিত না হলে তার ভর্তি বাতিল করা হবে।

অনলাইনে বিষয় চয়েজ ফরম পূরণ করার নিয়ম দেখুন ভিডিওতে

NSTU চূড়ান্ত ভর্তির তারিখ ও নিয়মাবলী Admission 2019

NSTU চূড়ান্ত ভর্তির তারিখ ও নিয়মাবলী Admission 2019

NSTU চূড়ান্ত ভর্তির তারিখ ও নিয়মাবলী Admission 2019

ভর্তির বিজ্ঞপ্তি ডাউনলোড করুন এখানে থেকে

NSTU বিষয় চয়েজ ফরম পূরণ করতে এখানে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *