LLB শেষ বর্ষের বোর্ড চ্যালেঞ্জের আবেদন 2020

LLB শেষ বর্ষের বোর্ড চ্যালেঞ্জের আবেদন 2020 করার নিয়ম জানতে পারবেন এখান থেকে।

Degree, Honours. Masters বিগত সালের প্রশ্ন ও সমাধান, সাজেশন, নোটিশ পেতে এখানে ক্লিক করে নিয়মিত চেক করুন

সংশ্লিষ্ট সকলকে জানানাে যাচেছ যে, ২০১৮ সালের এলএলবি শেষ পর্ব ফলাফল পুন:নিরীক্ষণের জন্য On-line-এ আগামী ২৩/০৭/২০২০ তারিখ বৃহস্পতিবার সকাল ১০:০০ টা থেকে ০৯/০৮/২০২০ তারিখ রবিবার দুপুর ২:০০ টা পর্যন্ত আবেদন করা যাবে এবং ১০/০৮/২০২০ তারিখ বিকাল ৪:০০ টা পর্যন্ত ব্যাংকে টাকা জমা দেয়া যাবে।

LLB শেষ বর্ষের বোর্ড চ্যালেঞ্জের আবেদন 2020

ছাত্র-ছাত্রী নিজেই www.nu.ac.bd ওয়েবসাইটে যেয়ে Service মেনু – সােনালী সেবা Pay Slip Students Fee-Rescruiting Fee থেকে নির্ধারিত আবেদন ফরম পুরন করে Pay Slip ডাউনলােড করতে পারবে। Pay Slip এ সংশ্লিষ্ট খাতের সঞ্চয়ী হিসাব নম্বর ০২১৮১০০০০০১৩৫ উল্লেখ পূর্বক টাকার অংক লেখা থাকবে এবং এর প্রিন্ট কপি নিয়ে নিকটস্থ সােনালী ব্যাংকের যে কোন শাখায় সােনালী সেবার মাধ্যমে টাকা জমা দিয়ে রশিদ সংগ্রহ করতে হবে।

নির্ধারিত সময়ের পূর্বে অথবা পরে আবেদন ফরম পূরণ করা, Pay Slip ডাউনলােড করা এবং টাকা জমা দেয়া যাবে না। ব্যাংকে প্রচলিত অন্য কোন ফরমে টাকা জমা প্রদান করা হলে পরবর্তীতে উদ্ভূত জটিলতার জন্য কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

উল্লেখ্য, ফলাফল পূনঃনিরীক্ষণ/নম্বর যাচাই ফি প্রতি পত্র ৮০০/-(আটশত) টাকা।

সােনালী সেবা সংক্রান্ত প্রয়ােজনে ০১৮৬৭০৬৫১১১ অথবা ০২৯২৯১০৬৩ নম্বরে যােগাযােগ করা যেতে পারে।

এলএলবি শেষ বর্ষ পরীক্ষার বোর্ড চ্যালেঞ্জ আবেদন বিজ্ঞপ্তি 2020

LLB শেষ বর্ষের বোর্ড চ্যালেঞ্জের আবেদন 2020

অনলাইনে আবেদন ফরম পূরণ করতে এখানে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *