ডিগ্রি ১ বর্ষ বিগত সালের পরীক্ষার প্রশ্ন Degree Question 2021 ও উত্তর পাবে এই পোস্ট থেকে। অনেকে বিভিন্ন সময় বিগত সালের প্রশ্ন খুঁজেন। কিন্তু সময়মত খুঁজে পান না বা বই সংগ্রহ করা সম্ভব হয়না। তাদের জন্য আমার এই ওয়েবসাইটে নিয়মিত ডিগ্রি, অনার্স, মাস্টার্স প্রিলিমিনারি এবং মাস্টার্স শেষ বর্ষসহ সকল বর্ষের বিগত সালের প্রশ্ন ও ছোট প্রশ্নের উত্তর নিয়মিত পোস্ট করা হবে।
২০১৪ সালের ডিগ্রি ১ বর্ষ বিগত সালের পরীক্ষার প্রশ্ন Degree Question 2021
ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষা ২০১৪
অনুষ্ঠিত হয়েছে ২০১৫ সালে
বিষয়ের নামঃ রাষ্ট্রবিজ্ঞান ২য় পত্র
Political Organization and the Political System of UK and USA
বিষয় কোডঃ 111903
সময়ঃ ৪ ঘন্টা, পুর্ণমানঃ ৮০
বি.দ্রঃ একই বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে।
ক-বিভাগ
১। যে কোন ১০টি প্রশ্নের উত্তর দাওঃ ১০ x ১ =১০
ক) “Constitution is the way of life the state has chosen for itself’ -উক্তিটি কার?
উত্তরঃ এরিস্টটল
খ) সংশোধন পদ্ধতি অনুসারে সংবিধান কত প্রকার?
উত্তরঃ ২ প্রকার, যথাঃ ১। দুষ্পরিবর্তনীয় সংবিধান ও ২। সুপরবর্তনীয়
গ) গণতন্ত্রের বিপরীত রূপ কী?
উত্তরঃ স্বৈরতন্ত্র বা একনায়ক্তন্ত্র হচ্ছে গণতন্ত্রের বিপরীত রূপ।
ঘ) ‘Foedus’ শব্দের অর্থ কী?
উত্তরঃ ‘Foedus’ শব্দের অর্থ হল সন্ধি বা মিলন।
ঙ) সরকারের অঙ্গসমূহ কী কী?
উত্তর : আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগ।
চ) সংসদীয় সরকার ব্যবস্থায় প্রধান কে?
উত্তর : সংসদীয় সরকার ব্যবস্থায় সরকার প্রধান প্রধানমন্ত্রী।
ছ) সরকারের চতুর্থ অঙ্গ কোনটি?
উত্তর : সরকারের চতুর্থ অঙ্গ হলাে নির্বাচকমণ্ডলী।
জ) ব্রিটেনের সর্বোচ্চ আপীল আদালতের নাম কী?
উত্তর : ব্রিটেনের সর্বোচ্চ আপীল আদালতের নাম লর্ড সভা।
ঝ) মাবিল মুজরাটের জনক কে?
উত্তর : মার্কিন যুক্তরাষ্ট্রের জনক জর্জ ওয়াশিংটন।।
ঞ) মার্কিন যুক্তাষ্ট্রে অঙ্গরাজ্য কয়টি?
উত্তর : মার্কিন যুক্তরাষ্ট্রে অঙ্গরাজ্য ৫০টি।
ট) মার্কিন যুক্তরাষ্ট্রে ভেটো ক্ষমতা কে প্রয়ােগ করেন?
উভয়: মার্কিন যুক্তরাষ্ট্রে ভেটো ক্ষমতা রাষ্ট্রপতি প্রয়ােগ করেন।
ঠ) মার্কিন সংবিধান কতবার সংশােধন করা হয়েছে?
উত্তর : মার্কিন সংবিধান এ পর্যন্ত ২৭ বার সংশােধিত হয়েছে।
খ-বিভাগ
যে কোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও : ৪ x ৫ =২০
২. উত্তম সংবিধানের বৈশিষ্ট্যগুলাে আলােচনা কর।
৩. সংসদীয় সরকারের বৈশিষ্ট্যসমূহ লিখ।
৪. বিচার বিভাগের স্বাধীনতা বলতে কি বুঝ?
৫. ক্ষমতা পৃথকীকরণ নীতি বলতে কি বুঝ?
৬. ব্রিটিশ সংবিধানের উৎসসমূহ কী?
৭. বিচার বিভাগীয় পর্যালােচনা কী?
৮. মার্কিন সংবিধানের তিনটি বৈশিষ্ট্য বর্ণনা কর।
৯. নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতি বলতে কি বুঝ?
গ-বিভাগ
যে কোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও : ১০ x ৫ =৫০
১০. গণতন্ত্রের সাফল্যের শর্তাবলি লিখ।
১১. বর্তমানে সকল রাষ্ট্রের আইনসভার ক্ষমতা হ্রাস পাচ্ছে’-আলােচনা কর।
১২. যুক্তরাষ্ট্রীয় সরকার গঠনের পূর্বশর্ত আলােচনা কর।
১৩. নির্বাচকমণ্ডলীর সংজ্ঞা দাও। আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে নির্বাচকমণ্ডলীর ভূমিকা আলােচনা কর।
১৪. আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে বিরােধীদলের ভূমিকা আলােচনা কর।
১৫. ব্রিটিশ প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলি আলােচনা কর।
১৬. জাতীয় নেতা হিসাবে মার্কিন রাষ্ট্রপতির ভূমিকা লিখ।
১৭. মার্কিন সিনেট পৃথিবীর সর্বাপেক্ষা শক্তিশালী দ্বিতীয় কক্ষ”-আলােচনা কর।
——————————————————-
২০১৫ সালের ডিগ্রি ১ বর্ষ বিগত সালের পরীক্ষার প্রশ্ন Degree Question 2021
ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষ পরীক্ষা ২০১৫
[অনুষ্ঠিত হয়েছে-২০১৬]
বিষয়ের নামঃ রাষ্ট্রবিজ্ঞান ২য় পত্র
Political Organization and the Political System of UK and USA
বিষয় কোডঃ 111903
সময়ঃ ৩ ঘন্টা ৩০ মিনিট, পুর্ণমানঃ ৮০
বি.দ্রঃ একই বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে।
ক- বিভাগ
১। যে কোনাে দশটি প্রশ্নের উত্তর দাও। ১০ x ১ =১০
ক) গ্রীক শব্দ Demos এর অর্থ কি?
উত্তরঃ Demos শব্দের অর্থ জনগণ।
খ) কোন ধরনের সরকার ব্যবস্থায় শাসন বিভাগ আইন বিভাগের নিকট দায়ী থাকে?
উত্তর : গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় শাসন বিভাগ আইন বিভাগের নিকট দায়ী থাকে।
গ) গণতন্ত্র হলাে “জনগণের দ্বারা, জনগণের জন্য এবং জনগণের সরকার”-উক্তিটি কার।।
উত্তরঃ
ঘ) নির্বাচকমন্ডলী কারা?
উত্তরঃ একটি দেশের যে অংশ ভােটের মাধ্যমে আইনসভার সদস্যদের নির্বাচিত করে তাদের সমষ্টিগত অংশকে নির্বাচকমণ্ডলী বলে।
ঙ) ম্যাগনাকার্টা কত সালে স্বাক্ষরিত হয়।
উত্তর : ১২১৫ সালে।
চ) ব্রিটিশ ক্যাবিনেটের প্রধান কে?
উত্তরঃ ব্রিটিশ কেবিনেটের স্রষ্টা, প্রধান এবং নেতা হলেন প্রধানমন্ত্রী।
ছ) ব্রিটেনে পৌরবময় বিপ্লব কত সালে সংঘটিত হয়?
উত্তরঃ ১৬৬৮ সাল।
জ) ব্রিটেনের সাংবিধানিক নাম কি?
উত্তর : ইউনাইটেড কিংডম অব গ্রেট ব্রিটেন অ্যান্ড নর্দান আয়ারল্যান্ড।
ঝ) USA এর পূর্ণরূপ কি?
উত্তর : USA-র পূর্ণরূপ United States of America.
ঞ) মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষের নাম কি?
উত্তরঃ
ট) মার্কিন সংবিধানের অভিভাবক কে?
উত্তর : সুপ্রিম কোর্টকে মার্কিন সংবিধানের অভিভাবক বলা হয়।
ঠ) মার্কিন সিনেটের সভাপতি কে?
উত্তর : মার্কিন উপ-রাষ্ট্রপতি।
খ-বিভাগ
যে কোনাে পাঁচটি প্রশ্নের উত্তর দাও : ৪ x ৫ =২০
২. সাংবিধানিক সরকার বলতে কি বােঝ?
৩. একনায়কতন্ত্রের বৈশিষ্ট্যসমূহ আলােচনা কর।
৪, চাপসৃষ্টিকারী গােষ্ঠীর সংজ্ঞা দাও।
৫, যুক্তরাষ্ট্রীয় সরকার কী?
৬. প্রথা বলতে কি বােঝায়?
৭. “রাজা কোনাে অন্যায় করতে পারেন না”- ব্যাখ্যা কর।
৮. মার্কিন রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন?
৯. মার্কিন সিনেটের দুটি ক্ষমতা উল্লেখ কর।
গ-বিভাগ
যে কোনাে পাঁচটি প্রশ্নের উত্তর দাও : ১০ x ৫ =৫০
১০. সংবিধান প্রণয়নের পদ্ধতিসমূহ আলােচনা কর ।
১১. আইন বিভাগের ক্ষমতা ও কার্যাবলি আলােচনা কর।
১২. আধুনিক রাষ্ট্রে শাসন বিভাগের ক্ষমতা বৃদ্ধির কারণসমূহ আলােচনা কর।
১৩, জনমত কি? জনমত গঠনের বাহনসমূহ আলােচনা কর।
১৪. “ক্ষমতার পুর্ণস্বতন্ত্রীকরণ সম্ভবও নয়, কাম্যও নয়”-উক্তিটির যথার্থতা বিশ্লেষণ কর।
১৫. ব্রি্টেনে রাজতন্ত্র টিকে থাকার কারণসমূহ আলােচনা কর।
১৬. বিচার বিভাগীয় পর্যালােচনা বলতে কি বােঝ? মার্কিন সুপ্রিমকোর্টের বিচার বিভাগীয় পর্যালােচনা ক্ষমতা আলােচনা কর।
১৭. ব্রিটেনের কমন্স সভা ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি সভার মধ্যে তুলনামূলক আলােচনা কর।