এসএসসি ভর্তি বিজ্ঞপ্তি BOU SSC Admission 2021

এসএসসি ভর্তি বিজ্ঞপ্তি BOU SSC Admission 2021 উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এস.এস.সি প্রোগ্রামে ভর্তির সময়সীমা আগামী ০১/০৬/২০২১ খ্রি. থেকে ৩১/০৮/২০২১ তারিখ পর্যন্ত।
শিক্ষার্থীকে অন লাইনে আবেদন করতে হবে। আবেদনের প্রিন্ট কপিসহ সংশ্লিষ্ট স্টাডি সেন্টারে যোগাযোগ করতে হবে।
মানবিক ও ব্যবসায় শাখা ৪৬৯৫/ টাকা । বিজ্ঞান বিভাগ ৪৮৯৫/ + ২০০/ টাকা অন লাইনে টাকা জমা করতে হবে। অন লাইনে গিয়ে আবেদন ফরম পূরণ করে প্রিন্ট দিতে হবে।

১। ভর্তির যোগ্যতাঃ

Degree, Honours. Masters বিগত সালের প্রশ্ন ও সমাধান, সাজেশন, নোটিশ পেতে এখানে ক্লিক করে নিয়মিত চেক করুন

ক ) জে এস সি/জে ডি সি/অষ্টম শ্রেণী/ সরকার স্বীকৃত সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

২। ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজ পত্রঃ

ক ) ১ কপি পাসপোর্ট সাইজ এর ছবি স্ক্যান করা সফট কপি (৩০০X৩০০ পিক্সেল)।

খ ) স্বাক্ষর এর স্ক্যান করা সফট কপি (৩০০X১০০ পিক্সেল)।

গ ) জে এস সি/জে ডি সি/অষ্টম শ্রেণী/ সরকার স্বীকৃত সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এর সনদ এর কপি।

ঘ ) জন্ম সনদ/জাতীয় পরিচয় পত্রের কপি।

৩। ভর্তির জন্য প্রয়োজনীয় ফিঃ

ক ) মানবিক বিভাগ এর জন্য ৪৬৯৫/= টাঃ + নির্ধারিত মাধ্যমের জন্য প্রযোজ্য চার্জ।

খ ) ব্যবসায় শিক্ষা বিভাগ এর জন্য ৪৬৯৫/= টাঃ + নির্ধারিত মাধ্যমের জন্য প্রযোজ্য চার্জ।

গ ) বিজ্ঞান বিভাগ এর জন্য ৪৮৯৫/= টাঃ + নির্ধারিত মাধ্যমের জন্য প্রযোজ্য চার্জ।

৪। ফি জমাদানের মাধ্যম সমুহঃ বিকাশ(চার্জ ১.৫%), শিউরক্যাশ (চার্জ ১%) এবং ডি বি বি এল (চার্জ ১৫টাঃ)।

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এসএসসিতে ভর্তি বিজ্ঞপ্তি BOU SSC Admission 2021

এসএসসি ভর্তি বিজ্ঞপ্তি BOU SSC Admission 2021

এসএসসি ভর্তি বিজ্ঞপ্তি BOU SSC Admission 2021 এসএসসি ভর্তি বিজ্ঞপ্তি BOU SSC Admission 2021 1 এসএসসি ভর্তি বিজ্ঞপ্তি BOU SSC Admission 2021 2

ভর্তির বিজ্ঞপ্রি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
আবেদন অনলাইন ঠিকানা:  আবেদন ফরম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *