১। ভর্তির যোগ্যতাঃ
ক ) জে এস সি/জে ডি সি/অষ্টম শ্রেণী/ সরকার স্বীকৃত সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
২। ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজ পত্রঃ
ক ) ১ কপি পাসপোর্ট সাইজ এর ছবি স্ক্যান করা সফট কপি (৩০০X৩০০ পিক্সেল)।
খ ) স্বাক্ষর এর স্ক্যান করা সফট কপি (৩০০X১০০ পিক্সেল)।
গ ) জে এস সি/জে ডি সি/অষ্টম শ্রেণী/ সরকার স্বীকৃত সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এর সনদ এর কপি।
ঘ ) জন্ম সনদ/জাতীয় পরিচয় পত্রের কপি।
৩। ভর্তির জন্য প্রয়োজনীয় ফিঃ
ক ) মানবিক বিভাগ এর জন্য ৪৬৯৫/= টাঃ + নির্ধারিত মাধ্যমের জন্য প্রযোজ্য চার্জ।
খ ) ব্যবসায় শিক্ষা বিভাগ এর জন্য ৪৬৯৫/= টাঃ + নির্ধারিত মাধ্যমের জন্য প্রযোজ্য চার্জ।
গ ) বিজ্ঞান বিভাগ এর জন্য ৪৮৯৫/= টাঃ + নির্ধারিত মাধ্যমের জন্য প্রযোজ্য চার্জ।
৪। ফি জমাদানের মাধ্যম সমুহঃ বিকাশ(চার্জ ১.৫%), শিউরক্যাশ (চার্জ ১%) এবং ডি বি বি এল (চার্জ ১৫টাঃ)।
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এসএসসিতে ভর্তি বিজ্ঞপ্তি BOU SSC Admission 2021
এসএসসি ভর্তি বিজ্ঞপ্তি BOU SSC Admission 2021