বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি BSMRSTU 2019 বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন শুরু হচ্ছে আগামী ৫ সেপ্টেম্বর। এ আবেদন চলবে ১৫ অক্টোবর রাত ১২টা পর্যন্ত।
এ বছর ৯টি অনুষদের অধীনে ৩৪ বিভাগে সর্বমোট ৩,০৭০ জন (বিদেশি শিক্ষার্থী ও কোটাসহ) শিক্ষার্থী ভর্তি করা হবে।
অনুষদসমূহ হলো, ইঞ্জিনিয়ারিং অনুষদ (এ ইউনিট),বিজ্ঞান অনুষদ (বি ইউনিট), জীববিজ্ঞান অনুষদ (সি ইউনিট), মানবিকী অনুষদ (ডি ইউনিট), সামাজিক বিজ্ঞান অনুষদ (ই ইউনিট), ব্যবসায় শিক্ষা অনুষদ (এফ ইউনিট), আইন অনুষদ (জি ইউনিট), কৃষি অনুষদ (এইচ ইউনিট), স্থাপত্য অনুষদ (আই ইউনিট)।
‘এফ’ এবং ‘জি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১ নভেম্বর; ‘ডি’ এবং ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২ নভেম্বর; ‘সি’ এবং ‘এইচ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ৮ নভেম্বর; ‘এ’, ‘বি’ এবং ‘আই’ ইউনিটের ভর্তি পরীক্ষা ৯ নভেম্বর অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.bsmrstu.edu.bd এ প্রচারিত নিয়মাবলী অনুসারে অনলাইনে আবেদন করা যাবে। আবেদন শেষে ভর্তি পরীক্ষা ১, ২ এবং ৮, ৯ নভেম্বর অনুষ্ঠিত হবে।
বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি BSMRSTU 2019