NU অফিসিয়াল মোবাইল এ্যাপসে সকল নোটিশ পেতে ইন্সটল করুন Mobile Apps 2019। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর জ্ঞাতার্থে জানানাে যাচ্ছে যে, বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ কাজ এখন তথ্য-প্রযুক্তির মাধ্যমে সম্পন্ন হচ্ছে। এরই অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি একটি মােবাইল এ্যাপস্ তৈরি করা হয়েছে।
এর মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সকল কলেজ, কলেজসমূহের শিক্ষক-শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের স্টাফগণ তৎক্ষণাৎ তাদের প্রয়ােজনীয় তথ্যাদি হাতের মুঠোয় পেয়ে যাবেন। এর ফলে বিশ্ববিদ্যালয়ের পরিচালন ব্যবস্থা আরাে গতিশীল হবে।
NU অফিসিয়াল মোবাইল এ্যাপসে সকল নোটিশ পেতে ইন্সটল করুন Mobile Apps 2019
আগামি ০৯ই অক্টোবর ২০১৯ বুধবার, সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে উক্ত মােবাইল এ্যাপসের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হবে। এ অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কত করবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন এর মাননীয় চেয়ারম্যান ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ এবং সভাপতিত্ব করবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দকে উপস্থিত থাকার জন্য অনুরােধ করা যাচ্ছে।
ভাইস-চ্যান্সেলর মহােদয়ের নির্দেশক্রমে
NU Students App
NU Teachers App
NU Phone Directory App
NU College App
Mobile Apps
শিক্ষার্থীর সংখ্যা বিবেচনায় জাতীয় বিশ্ববিদ্যালয় দেশের বৃহত্তম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। দেশব্যাপী বিস্তৃত এ বিশ্ববিদ্যালয়ের রয়েছে অধিভুক্ত ২২৬০ টি কলেজ, ৪০ হাজারের অধিক শিক্ষক ও ২৮ লক্ষাধিক শিক্ষার্থী। বাংলাদেশের মােট জনসংখ্যার ৯.৫০ কোটি ইন্টারনেট ব্যবহারকারী। তন্মধ্যে ৮.৮০ কোটি মানুষ মােবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার করে।
গর্বের বিষয় হলাে, এ ৮.৮০ কেটির মধ্যে শিক্ষক-শিক্ষার্থীসহ জাতীয় বিশ্ববিদ্যালয়েই রয়েছে প্রায় ৫০ লক্ষ ব্যবহারকারী। চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মােকাবেলায় এ বিশাল সংখ্যক শিক্ষার্থীদের শতভাগ আইসিটি নির্ভর শিক্ষা কার্যক্রমে অন্তর্ভুক্ত করতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন প্রতিশ্রুতিবদ্ধ। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ইতােমধ্যে সেশনজট পুরোপুরি দূর করা সম্ভব হয়েছে। বর্তমানে বিশ্ববিদ্যালয়টির শতভাগ কার্যক্রম পরিচালিত হচ্ছে আইসিটির মাধ্যমে।
ভর্তি কার্যক্রম, ফল প্রকাশ, রেজিস্ট্রেশন, পরীক্ষার ফর্ম পুরণ, নাম সংশােধন, কলেজ ট্রান্সফার, মাইগ্রেশন, ভর্তি বাতিল ও পুনঃবহাল, কলেজ থেকে টিউটোরিয়াল, ব্যবহারিক, মৌখিকসহ সকল পরীক্ষার নম্বর প্রেরণ, শিক্ষকদের উত্তরপত্র মূল্যায়নের সম্মানী, ঘরে বসে প্রবেশপত্র লাভ সব কিছুই এখন অনলাইনে।
বিশ্ববিদ্যালয়ে তৈরি করা হয়েছে একটি ডায়নামিক ওয়েবসাইট। চালু রয়েছে ই-ফাইলিং, ই-টেন্তারিংসহ ওয়ান-স্টপ সার্ভিস সেন্টার। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল তথ্যসেবা সারাদেশের সাধারণ শিক্ষার্থীদের দোরগোড়ায় পৌছে দিতে মােবাইল অ্যাপস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ বিষয়টিকে প্রাধান্য দিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় নিজে ৪টি সার্ভিসেস অন্তর্ভুক্ত করে একটি মােবাইল অ্যাপস তৈরি করেছে-
NU Students App
NU College App
NU Teachers App
NU Phone Directory App
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে অধিভুক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের নিরবচ্ছিন্ন যোগাযোগ রক্ষার্থে এ অ্যাপসগুলো নিম্নলিখিত সেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
*সরাসরি যোগাযােগ স্থাপন করা
* যে কোনাে প্রতিকূল অবস্থানে থেকেও শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের সেবা গ্রহণ করতে পারা।
* মূল ক্যাম্পাসে আগমনের আবশ্যকতা হ্রাস, ফলে শিক্ষার্থীদের সময় ও অর্থের সাশ্রয় হওয়া
* ইনকোর্স টিউটোরিয়াল ও চুড়ান্ত পরীক্ষার তারিখ সম্পর্কে শিক্ষার্থীদের পুশ ম্যাসেজের মাধ্যমে আগাম তথ্য অবগত হতে পারা।
NU Students App
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৮ লক্ষাধিক শিক্ষার্থীর জন্য এ এ্যাপটি খুবই প্রয়োজনীয় হবে। ভর্তি কার্যক্রম সম্পন্নের পরপরই শিক্ষার্থীরা এ এ্যাপসটি ব্যবহার করতে পারবে। এ অ্যাপটি শিক্ষার্থীদের চাহিদা মতাে নিম্নলিখিত সেবা প্রদান নিশ্চিত করবে।
*নিবন্ধিত কোর্সের তথ্য
*সিলেবাস
*পরীক্ষার নোটিশ
*ফলাফল
*পুশ মেসেজের মাধ্যমে প্রয়োজনীয় বিষয়ে আগাম বার্তা প্রেরণ
*মাইগ্রেশন
*ট্রান্সফার
* বিভিন্ন ইভেন্টের নােটিশ
Stulents App-টিতে শিক্ষার্থীদের সকল তথ্য পদ্ধতিগতভাবে মােট ৮টি অপশনের মাধ্যমে বিন্যস্ত করা হয়েছে, যেমন
* স্টুডেন্ট লগ-ইন অপশন ও ড্যাশবাের্ড
* স্টুডেন্ট প্রােফাইল ও ফরম পুরণ
*পুনঃনিরীক্ষণ
*ফল প্রকাশ
*একাডেমিক সেবা
*পরীক্ষা সেবা
এ্যাপটির উল্লেখযােগ্য ফিচারসমূহ-
*ইউজার ইন্টারফেস
*সহজ ব্যবহারবিধি
*ইউজার অথেনটিকেশন
*পুশ ম্যাসেজ
*রিয়েলটাইম ডাটা সিনক্রোনাইজেশন
* স্বয়ংক্রিয়ভাবে পরীক্ষার ফল জানা।
NU College App
অধিভুক্ত কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সার্বক্ষণিক তথ্য যােগাযােগ স্থাপন করার লক্ষ্যে এ অ্যাপটি তৈরি করা হয়েছে। এটি ব্যবহারের মাধ্যমে কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানসমূহ নিম্নলিখিত সেবা গ্রহণের সুযােগ লাভ করবে-
*নিজ প্রতিষ্ঠানে ভর্তি কার্যক্রম মনিৰ্টরিং
*ভর্তি নিশ্চায়ন
*ফরম পূরণ
*ইনকোর্স/টিউটোরিয়াল/মৌখিক ব্যবহারিক নম্বর যথাসময়ে প্রেরণ
*পুশ ম্যাসেজ অপশন
*কলেজের অবস্থান ও ওয়েবসাইটে প্রবেশ
*অধিভুক্তি নবায়ন সংক্রান্ত তথ্য
* আসন সংক্রান্ত তথ্য ও জরুরি নোটিশ
কলেজ অ্যাপটিতে ৮টি অপশনের মাধ্যমে এর কন্টেন্ট পদ্ধতিগত ভাবে বিন্যস্ত করা হয়েছে। যেমনঃ
১। কলেজ প্রোফাইল
২।অধিভুক্ত বিষয়
৩। একাডেমিক সেবা
৪। সিলেবাস
৫। ফরম পূরণ
৬। পরীক্ষার ফল
৭। ড্যাশবাের্ড
অ্যাপটির গুরুত্বপূর্ণ ফিচারসমূহ
১। ইউজার ইন্টারফেস
২। পুশ ম্যাসেজ
৩। রিয়েল টাইম ডাটা সিনক্রোনাইজেশন
৪। স্বয়ংক্রিয়ভাবে পরীক্ষার ফল জানা
৫। কলেজ প্রোফাইল
NU অফিসিয়াল মোবাইল এ্যাপস এর বিজ্ঞপ্তি Mobile Apps Notice 2019
এখনও ইন্সটল লিঙ্কে প্রকাশ করা হয়নি, হলে এখানে লিঙ্ক দেয়া হবে। নিয়মিত ভিজিট করলে জানতে পারবেন।
সূত্রঃ http://www.nu.ac.bd/