class="post-template-default single single-post postid-4628 single-format-standard wp-custom-logo theme-body group-blog">

ডিগ্রি ১ম বর্ষ ভর্তিতে যেসব বিষয় চয়েজ দিতে পারবেন দেখে নিন Subject Choice 2022

ডিগ্রি ১ম বর্ষ ভর্তিতে যেসব বিষয় চয়েজ দিতে পারবেন দেখে নিন Subject Choice 2022 এই পোস্ট থেকে।

কোর্সসমূহ: বি.এ/বি.এস.এস/বি.বি.এস/বি.এস.সি

ডিগ্রি ১ম বর্ষ ভর্তিতে যেসব বিষয় চয়েজ দিতে পারবেন দেখে নিন Subject Choice 2022

স্নাতক (পাস) প্রাইভেট কোর্সে আবশ্যিক ও নৈর্বাচনিক বিষয়সমূহ ভর্তিচ্ছু কোর্সসমূহঃ

আবশ্যিক বিষয়সমূহঃ

১) স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস (১ম বর্ষ)

২) বাংলা জাতীয় ভাষা (২য় বর্ষ)

৩) ইংরেজি (৩য় বর্ষ)

নৈর্বাচনিক বিষয়সমূহঃ

ক) বিএ (পাস)  নিম্নে প্রদত্ত গুচ্ছসমূহের যে কোন তিনটি গুচ্ছ থেকে একটি করে মােট ০৩ (তিনটি) বিষয় নির্বাচন করতে হবে। কোন প্রস্থ থেকে একাধিক বিষয় নির্বাচন করা যাবে না। 

ক গুচ্ছ- বাংলা(ঐচ্ছিক)/ইংরেজি(ঐচ্ছিক) সংস্কৃত আরবী/আরবী/উর্দু/ফার্সী/সংস্কৃত/পালি/ড্রামা এন্ড মিডিয়া স্টাডিজ

খ গুচ্ছ- ইতিহাস/ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি

গ গুচ্ছ- ইসলামী শিক্ষা/দর্শন।

ঘ গুচ্ছ- অর্থনীতি/রাষ্ট্রবিজ্ঞান/ সমাজবিজ্ঞান |

খ) বি এস এস (পাস)

ক গুচ্ছ থেকে ০২ (দুই) টি এবং খ গুচ্ছ থেকে ০১ (একটি)  করে মোট ০৩ (তিনটি) বিষয় নির্বাচন করতে হবে।

ক গুচ্ছ- অর্থনীতি/রাষ্ট্রবিজ্ঞান/সমাজবিজ্ঞান।

খ গুচ্ছ- ইতিহাস/ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি/ ইসলামী শিক্ষা/দর্শন/বাংলা ঐচ্ছিক)/ইংরেজি(ঐচ্ছিক)/সংস্কৃত / আরবী/পালি।

গ) বি বি এস (পাস)

ক গুচ্ছ থেকে ০২ (দুই) টি এবং খ গুস্থ থেকে ০১ (এক) টি করে মােট ০৩ (তিনটি) বিষয় নির্বাচন করতে হবে।

ক গুচ্ছ- হিসাব বিজ্ঞান ও ব্যবস্থাপনা।

খ গুচ্ছ- ফিন্যান্স এন্ড ব্যাংকিং/মার্কেটিং/অর্থনীতি

গ) বি এস সি (পাস)

ক গুচ্ছ থেকে ০২ (দুই) টি এবং খ গুচ্ছ থেকে ০১ (একটি) অথবা গ গুচ্ছ থেকে ০২ (দুই) টি ও ঘ গুচ্ছ থেকে ০১ (একটি) করে মােট তিনটি

বিষয় নির্বাচন করতে হবে।

ক গুচ্ছ- পদার্থবিজ্ঞান ও গণিত

খ গুচ্ছ- রসায়ন/ভূগােল ও পরিবেশ/কম্পিউটার সায়েন্স/মনােবিজ্ঞান/পরিসংখ্যান/ মৃত্তিকা বিজ্ঞান/প্রাণ রসায়ন/গার্হস্থ্য অর্থনীতি/ উদ্ভিদবিজ্ঞান/ প্রাণীবিজ্ঞান

গ গুচ্ছ- উদ্ভিদবিজ্ঞান ও প্রাণীবিজ্ঞান অথবা বেসিক হােম ইকনােমিক্স ও এপ্লাইড হােম ইকনােমিক্স

ঘ গুচ্ছ- রসায়ন/ভূগােল ও পরিবেশ/কম্পিউটার সায়েন্স/মনােবিজ্ঞান/পরিসংখ্যান/ মৃত্তিকা বিজ্ঞান/প্রাণ রসায়ন/গার্হস্থ্য অর্থনীতি/গণিত/পদার্থবিজ্ঞান / জেনারেল সায়েন্স ফুড এন্ড নিউট্রিশন

আরও পড়ুনঃ বই এর তালিকা ডিগ্রি ১ম-২য় ও ৩য় বর্ষের বিএ বিএসএস বিবিএস ও বিএসসি গ্রুপের NU Degree Book List 2022

ভর্তি বিষয়ক ওয়েবসাইটঃ app1.nu.edu.bd

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *