২০২০-২১ শিক্ষাবর্ষের মাস্টার্স প্রফেশনাল ভর্তির বিজ্ঞপ্তি LLB MBA Admission 2020 প্রকাশ করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মাস্টার্স প্রফেশনাল ভর্তির ২য় পর্যায়ের আবেদন শুরু হবে আগামী ২০ আগষ্ট ২০১৯ তারিখ বিকাল ৪ টা থেকে। অনলাইনে আবেদন শেষ হবে ২২ আগষ্ট ২০১৯ তারিখ রাত ১২ টায়।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স (প্রফেশনাল) ভর্তি কার্যক্রমে এল এল বি ১ম পর্ব/পোষ্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন জার্ণালিজম/ ডিপ্লোমা ইন লাইব্রেরী এন্ড ইনফরমেশন সায়েন্স/এমএসসি ইন কম্পিউটার সায়েন্স/ মাস্টার অব বিজনেস্ এ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ)/ এম বি এ ইন অ্যাপারেল মার্চেন্ডাইজিং/মাস্টার্স ইন অ্যাপ্লাইড ক্রিমিনোলজি এন্ড পুলিশ ম্যানেজমেন্ট/পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন স্পোর্টস সায়েন্স/পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ফটোগ্রাফী/পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন মিউজিক কোর্সে ভর্তির বিস্তারিত তথ্য পাবেন এই পোস্টে।
অনলাইনে আবেদন ফরম পূরণ করে সংশ্লিষ্ট কলেজে ২৪ আগষ্টের মধ্যে ৩০০ টাকা দিয়ে জমা দিতে হবে। উল্লেখ্য যে, যারা ২য় পর্যায়ে আবেদন করবে তাদেরকে আবার ২৫ ও ২৬ আগষ্ট অনলাইনে রিলিজ স্লিপে আবশ্যই আবেদন করতে হবে নাহলে ভর্তির সুযোগ পাবে না।
এ ভর্তি কার্যক্রমের ক্লাশ শুরু হয়েছে গত ০১ জুলাই ২০১৯ থেকে।
এই ভর্তি কার্যক্রমে আবেদনকারী প্রার্থীদের কোন ভর্তি পরীক্ষা দিতে হবে না৷ আবেদনকারীদের স্নাতক পর্যায়ে উত্তীর্ণ পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতিটি কলেজের জন্য আলাদাভাবে মেধা তালিকা প্রণয়ন করা হবে৷ আপনাদের সুবিধার্থে ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য নিচে তুলে দেওয়া হলোঃ
২০১৯-২০ শিক্ষাবর্ষের মাস্টার্স প্রফেশনাল ভর্তির আবেদনের সময় বৃদ্ধি LLB MBA Admission 2019
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের এলএলবি ১ম বর্ষ ভর্তির আবেদন শুরু- বিজ্ঞপ্তি
- ভর্তি সংক্রান্ত বিস্তারিত গাইডলাইন ডাউনলোড করতে এই লিঙ্কে ক্লিক করুন।
- ভর্তির বিজ্ঞপ্তি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
এলএলবি ১ম বর্ষ ভর্তি বিষয়ক ওয়েবসাইটঃ http://app1.nu.edu.bd/
ami llb te vorty hute chai but llb te vorty hute kto taka lage r full corse ses krte kto taka lagbeekto bolben ki.
এই সেশনের ভর্তি শেষ। প্রাইভেট কলেজে হলে টোটাল ১ লাখের মত কমবেশি হতে পারে