ডিগ্রি ভর্তি ২য় মেধা তালিকা ও মাইগ্রেশনের ফলাফল Degree 2nd list Migration 2024 । ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ডিগ্রি ১ম বর্ষ ভর্তির ২য় মেধা তালিকা ও মাইগ্রেশনের ফলাফল আগামি ১৭ নভেম্বর ২০২৪ তারিখে প্রকাশ করা হবে। ফলাফল সহজে দেখার নিয়ম জানতে পারবেন এই পোস্ট থেকে।
উক্ত ফলাফল SMS (nu<space>atdg<space>roll no টাইপ করে 16222 নম্বরে send করতে হবে) এর মাধ্যমে একইদিন বিকাল ৪টা থেকে এবং ওয়েবসাইটে (www.nu.ac.bd/admissions) রাত ৯টা থেকে পাওয়া যাবে।
উল্লেখ্য যে, ২য় মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ভর্তিচ্ছু শিক্ষার্থী ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের কোন শিক্ষা কার্যক্রমে ভর্তি হয়ে থাকলে তাকে অবশ্যই ২১ নভেম্বর ২০২৪ তারিখের মধ্যে পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিল করে চূড়ান্ত ভর্তি ফরম উত্তোলন করতে হবে।
২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (পাস) শ্রেণির ক্লাস ০৫ নভেম্বর ২০২৪ তারিখ থেকে শুরু হবে।
২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (পাস) শ্রেণির ভর্তি কার্যক্রম নিমােক্ত সময়সুচি অনুযায়ী সম্পন্ন করতে হবেঃ
১. ২য় মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে ভর্তি ফরম পূরুল ও প্রিন্ট কপি সংগ্রহের তারিখঃ ১৭/১১/২০২৪ থেকে ২৫/১১/২০২৪
শিক্ষার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে (www.nu.ac.bd/admissions) Applicant Login অপশনে Degree Pass Login লিংকে গিয়ে সঠিক রােল নম্বর ও পিন এন্ট্রি দিয়ে চুড়ান্ত ভর্তি ফরম পূরণ করতে হবে।
২. ২য় মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীকে রেজিস্ট্রেশন ফি ৪৮৫/-(চারশত পঁচাশি) টাকাসহ চূড়ান্ত ভর্তি ফরমের প্রিন্ট কপি সংশ্লিষ্ট কলেজে জমা দেয়ার তারিখঃ ১৮/১১/২০২৪ থেকে ২৫/১১/২০২৪
৩. কলেজ কর্তৃক ২য় মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি নিশ্চয়নের তারিখঃ ১৮/১১/২০২৪ থেকে ২৭/১১/২০২৪ |
- প্রথমে এই লিঙ্কে বা এই লিঙ্কে
- তারপর নিচের ছবির মত দেখা যাবে
- সেখানে আপনার ভর্তি রোল এবং পিন নম্বর দিবেন সঠিকভাবে
- Login অপশনে ক্লিক করবেন
- শেষে আপনার ফলাফল প্রদর্শিত হবে।
আরও পড়ুনঃ ডিগ্রিতে ভর্তি হতে কত টাকা লাগবে এবং কি কি কাগজপত্র লাগবে 2022 Degree Admission Fee
ফলাফল সহজে দেখার নিয়ম দেখতে ভিডিওটি দেখুন
অনেকেই বিভিন্ন পোস্টে জানতে চাচ্ছেন ভর্তি হতে কি কি কাগজপত্র বা ডকুমেন্টস লাগবে।
কলেজভেদে কাগজপত্রের সংখ্যা এবং টাকার পরিমাণ ভিন্ন হতে পারে। তবে মোটামুটি সকল কলেজে যেসব কাগজপত্রের মিল থাকবে মানে আবশ্যিক যেসব ডকুমেন্টস লাগবে তা এখানে উল্লেখ করলাম। আপনারা স্ব স্ব কলেজে যোগাযোগ করে নিশ্চিত হয়ে নিবেন অবশ্যই ভর্তি শুরু হবার আগে।
ডিগ্রিতে ভর্তি হতে কত ফি/টাকা লাগবে?
- সরকারি কলেজে সর্বোচ্চ ৪০০০/- (পাঁচ হাজার টাকা)
- বেসরকারি কলেজে ৭-২০ হাজার টাকা (কম বেশি হতে পারে)
ডিগ্রিতে ভর্তিতে প্রয়োজনীয় কাগজপত্রের তালিকাঃ
- চূড়ান্ত ভর্তি ফরম অনলাইনে থেকে সঠিকভাবে পূরণ করে ডাউনলোড করতে হবে। সেটা আবার ২/৩ কপি করে ফটোকপি লাগতে পারে।
- এসএসসি ও এইচএসসি পাশের মূল মার্কশীট/একাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং ২ কপি করে ফটোকপি।
- এসএসসি ও এইচএসসি পাশের মূল প্রসংশাপত্র/টেস্টিমোনিয়াল এবং ২ কপি করে ফটোকপি।
- এসএসসি ও এইচএসসি পাশের মূল প্রবেশপত্র/এ্যাডমিট কার্ড এবং ২ কপি করে ফটোকপি।
- এসএসসি ও এইচএসসি পাশের মূল রেজিষ্ট্রেশন কার্ড এবং ২ কপি করে ফটোকপি।
- শিক্ষার্থীর পাসপোর্ট সাইজের ছবি ৫-১০ কপি এবং স্ট্যাম্প সাইজের ছবি ২-৫ কপি।
- পিতা/অভিভাবকের পাসপোর্ট সাইজের ছবি ২-৫ কপি এবং স্ট্যাম্প সাইজের ছবি ২-৫ কপি।
- জন্ম নিবন্ধন কার্ডের সত্যায়িত ফটোকপি।
- পিতা/মাতার জাতীয় পরিচয়পত্র/ভোটার আইডি কার্ডের সত্যায়িত ২ কপি ফটোকপি।
- পাঠ বিরতি বা শিক্ষা বিরতি সনদপত্র। (২০২১ সালে এইচএসসি পাশ করছে শুধু তাদের জন্য প্রযোজ্য)
- কোটার সনদপত্র যারা মুক্তিযোদ্ধা, পোষ্য কোটায় আবেদন করছেন তাদের জন্য প্রযোজ্য।
বিঃদ্রঃ প্রতিটা কাগজপত্র কলেজে জমা দেয়ার আগে নিজের কাছে ২/৩ টা করে ফটোকপি করে রাখবেন যাতে আপনি অন্য কাজে লাগাতে পারেন কারণ জমা দিয়ে দিলে প্রয়োজনের সময় উঠামো অনেক ঝামেলা।
অনার্সে ভর্তি হতে কত টাকা লাগবে এবং কি কি কাগজপত্র লাগবে 2024 Honours Admission Fee
ভর্তি বিষয়ক ওয়েবসাইটঃ app1.nu.edu.bd
এখানে যেসব প্রশ্নের উত্তর পাবেনঃ
ডিগ্রিতে ভর্তি হতে কত লাগবে? ডিগ্রিতে কলেজে ভর্তি ফি কত? ডিগ্রিতে সরকারি কলেজে ভর্তি ফি কত? ডিগ্রিতে বেসরকারি কলেজে ভর্তি ফি কত লাগবে? কলেজে সর্বনিম্ন ভর্তি ফি কত? সকল কলেজের ভর্তি ফি এর পরিমাণ কত?
আরও পড়ুনঃ