নাম দিয়ে রেজাল্ট চেক করার নিয়ম জাতীয় বিশ্ববিদ্যালয়ের Result 2021 জানতে পারবেন এই পোস্ট থেকে। এখান থেকে সকল বর্ষের অনার্স মাস্টার্সের রেজাল্ট চেক করতে পারবেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে রেজাল্ট চেক করতে গেলে রোল ও রেজিষ্ট্রেশন নম্বরের প্রয়োজন হয়।
অনেকে বিভিন্ন সমস্যার কারণে হয়তো রোল বা রেজিষ্ট্রেশন নম্বর সংগ্রহে থাকেনা। ফলে জরুরী কোন প্রয়োজনে ফলাফল চেক করতে পারেনা বা মার্কশিট নিতে পারেনা।
তাদের জন্য আশা করি এই পোস্ট অনেক উপকারে আসবে।
নাম দিয়ে রেজাল্ট চেক করার নিয়ম জাতীয় বিশ্ববিদ্যালয়ের Result 2021
ধাপঃ১
নিচের দেয়া লিঙ্কে ক্লিক করতে হবে
ধাপঃ২
আপনার যেটার রেজাল্ট প্রয়োজন সেটাতে ক্লিক করবেন
ধাপঃ৩
বিষয়ের নাম, কলেজের নাম ও পরীক্ষার সাল সিলেক্ট করুন
ধাপঃ৪
শেষে Show College wise Result বাটনে ক্লিক করলে আপনার কলেজের সকলের রেজাল্ট প্রদর্শিত হবে।
ধাপঃ৫
সেখান থেকে Find এ আপনার নাম লিখে সার্চ দিলে আপনার রোল, রেজিষ্ট্রেশন, নাম ও রেজাল্ট শো করবে।
ধাপঃ৬
তারপর এই লিঙ্কে ক্লিক করে রোল ও রেজি নম্বর দিয়ে মার্কশিট ডাউনলোড করতে পারবেন।
নাম দিয়ে রেজাল্ট চেক করতে নিচের লিঙ্কে ক্লিক করুন
রেজাল্ট-Result
যখন রোল ও রেজিষ্ট্রেশন নম্বর সংগ্রহ করবেন তারপর নিচের লিঙ্কে গিয়ে রোল ও রেজিষ্ট্রেশন দিয়ে চেক করুন।