উন্মুক্ত এইচএসসি পরীক্ষার ফলাফল BOU HSC result 2024

উন্মুক্ত এইচএসসি পরীক্ষার ফলাফল BOU HSC result 2024উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার ২০২৪ সালের ফলাফল প্রকাশ BOU HSC result 2024 করা হয়েছে। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের এইচএসসি ফাইনাল সেমিষ্টার ও চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে।

Degree, Honours. Masters বিগত সালের প্রশ্ন ও সমাধান, সাজেশন, নোটিশ পেতে এখানে ক্লিক করে নিয়মিত চেক করুন

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার ২০২৪ সালের ফলাফল প্রকাশ BOU HSC result 2024

পরীক্ষায় অংশগ্রহণ করেছে এমন নিবন্ধিত শিক্ষার্থীর সংখ্যা ৩৩ হাজার ৭৪৫ জন। চূড়ান্তভাবে উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা ২১ হাজার ৪৬১ জন। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ৯৩ জন ‘এ(+)’ ২,৮৪৪ জন ‘এ’ ৭ হাজার ৩৩৭ জন ‘এ(-)’ ৮ হাজার ৮১ জন ‘বি’, ৩ হাজার ২৪ জন ‘সি’ এবং ৮২ জন ‘ডি’ গ্রেডে উত্তীর্ণ হয়েছে।

আরও পড়ুন: উন্মুক্ত ডিগ্রি ভর্তির বিস্তারিত আপডেট তথ্য

উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ১২ হাজার ৩১৬ জন ছাত্র এবং ৯ হাজার ১৪৫ জন ছাত্রী। মঙ্গলবার ১২ নভেম্বর ২০২৪ তারিখে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে এই নোটিশ প্রকাশিত হয়েছে।

উন্মুক্ত HSC পরীক্ষার ফলাফল

 

ফলাফল পাবার জন্য এখানে ক্লিক করুন 

অথবা, এখানে ক্লিক করুন http://www.bou.ac.bd/result.php

One thought on “উন্মুক্ত এইচএসসি পরীক্ষার ফলাফল BOU HSC result 2024

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *