ডিগ্রি ভর্তি Degree Vorti Open University 2024

ডিগ্রি ভর্তি Degree Vorti Open University 2024 উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বি.এ ও বি.এস.এস ডিগ্রিতে ভর্তির বিজ্ঞপ্তি Open University 2023 প্রকাশ করেছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আবেদন শুধুমাত্র অনলাইনে সম্পন্ন হবে।

আবেদনের সময়সীমাঃ ০১ ফেব্রুয়ারি ২০২৪ থেকে ৫ মার্চ ২০২৪ তারিখ পর্যন্ত।

অন-লাইনে আবেদনের ক্ষেত্রে শিক্ষার্থীর নিজের মোবাইল নম্বর ও ই-মেইল ঠিকানা ব্যাবহার করুন।

অন-লাইনে ভর্তি ফরম পুরনের পর SMS এর মাধ্যমে প্রাপ্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ড পরবর্তী ব্যবহারের জন্য সংরক্ষন করুন।

অন-লাইনে ভর্তি সম্পন্ন হওয়ার পর পেমেন্ট সংক্রান্ত তথ্য যেমন – ট্রানজেকশন আইডি, অ্যাকাউন্ট নম্বর, তারিখ ইত্যাদি সংরক্ষন করুন।

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি ভর্তি

ভর্তির ফি পেমেন্ট সিস্টেমঃ বিকাশ/শিওরক্যাশ/ডিবিবিএল মোবাইল ব্যাংকিং

ভর্তির ফিঃ সর্বমোটঃ ৩৮৯০/- (তিন হাজার আটশত নব্বই টাকা)

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি ভর্তি Open University 2024

ডিগ্রি ভর্তি Degree Vorti Open University 2024 1

 

ডিগ্রি ভর্তির বিজ্ঞপ্তি PDF ডাউনলোড

 

ভর্তি ফরম অনলাইনে পূরণ করতে এখানে ক্লিক করুন

  • OSAPS Helpline
    • Available Time: 9.0 am to 1.00 pm01635832845, 01907451614, 01705897988
    • Available Time: 2.00 pm to 6.00 pm01635832846, 01907451612, 01705897917
    • Email Us:[email protected]

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল তথ্য পেতে এখানে ক্লিক করুন

75 thoughts on “ডিগ্রি ভর্তি Degree Vorti Open University 2024

  1. পেমেন্ট সম্পূর্ণ করার পর আর কি কি করতে হবে? ‍আবেদন শেষ করার পর কি কোনো ডকুমেন্টস বা কপি পাওয়া যায় যা সংরক্ষণ করতে হবে?

      1. এই বছরে আর কোন ভর্তির সুযোগ আছে ডিগ্রিতে

          1. Vai Ami 2023 Bach BA 1 st year vorti hoyeci. But. 2 year vorti Kobe . Ta Jani na . Otho VA Kobe hote pare ta Jani na .. amake aktu janaben plz.

      1. বি এ/বি এস এস ভর্তির নতুন করে সময় বৃদ্ধি করবে কী? সময় বৃদ্ধি হলে জানাবেন।

    1. ভর্তি আবেদনে আমার এইচএসসি এসএসসি রেজাল্ট ভুল লেখা হয়েছে,,এখন কি কোনো সমস্যা হতে পারে প্লিজ জানাবেন

  2. আমি ডিগ্রীর আবেদন সম্পূর্ণ করে টাকা পেমেন্ট না করেই ভুলবশত submit বাটনে চাপ লেগে যায়। এখন কি করা?

  3. আমিতো উন্মুক্ত থেকে ডিগ্রী করতে চাই। কিন্তু আমি এখন কি করতে পারি। জানালে উপকৃত হব।

      1. উন্মুক্ত ২০২৩ ডিগ্রি ভর্তির ফরম জমা নেয় কি শুক্রবার এ

  4. ডিগ্রি ২য় সেমিস্টারের ভর্তির তারিখ কবে?

  5. আবারো নাকি নভেম্বর পর্যন্ত ভর্তির সময় সীমা করা হয়েছে ❓
    প্লিজ জানাবেন

      1. ভাই কলেজ কি চয়েস দেওয়া থাকবে না কি কোন কলেজে ভর্তি হওয়া যাবে, ভাই আমি ভর্তি হতে চাই বাট এই বিষয়ে কিছু জানিনা একটু ভালো করে ধারণা দিলে উপকৃত হতাম

      2. আমি ২০১৯ সালে অনলাইনে আবেদন করেছিলাম।কিন্তু করোনার কারনে গ্যাপ হয়।
        এখন কি আগের আবেদন বহাল থাকবে নাকি নতুন করে আবেদন করে ভর্তি হতে হবে

  6. ভর্তির টাইম কি শেষ। এখন কি আর আবেদন করা যাবেনা।

  7. এখন কি আর ভর্তি জন্য আবেদন করা যাবে না। সময় কি শেষ। জানালে খুব উপকিত হবো।

  8. রাষ্ট্রবিজ্ঞান নিয়ে bss করতে চাই কি ভাবে কি করবো একটু বললে ভালো হয়

  9. বিএ অনার্স এ ভর্তি হতে চাই যদি কেউ জানেন ভর্তির সময় আছে কিনা এখন বা ভর্তি হওয়া যাবে কিনা একটু জানালে উপকৃত হতাম উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

  10. Please read carefully all the given instructions before filling the form

    এই লেখাটি কেনো দেখাচ্ছে

  11. Assalamu Alaikum.
    আমি ২০২২ এ বিএ আবেদন করেছি। এখন আমার আইডি লগিং হচ্ছে না। আর আমি চেক করতে পারতেছি না যে আমার ভর্তি কার্যক্রম এপ্রোভ হয়েছে কিনা।।।?

  12. আমি এখন ডিগ্রি ভর্তি হতে ইচ্ছুক।আমি কি হতে পারব?

      1. আমি দুইটা মিলে 6.65 আমি কি সরকারি কলেজে ভর্তি হতে পারব কী

  13. আমি বাউবি ডিগ্রিতে ২০২২ এ এখন ভর্তি হতে চাই কিন্তুু এখন নাকি সময় নাই৷ বিস্তারিত জানাবেন প্লিজ

      1. উন্মুক্ত থেকে কি ইলেকট্রিনক বিষয় নিয়ে ইন্জিনিয়ারিং করা যায়।

  14. আমি ডিগ্রীর ফরম পূরণ করে পেমেন্ট করেছি। আমার ফরম পূরণে স্টাডি কলেজ ভুল দিয়েছি এখন এটা কি ভাবে চেঞ্জ করব ?

  15. আমি তো সব কাগজ জমা দিযেছি
    প্রায় এক মাসের মতো হলো
    কিন্তু কোনো এসএমএস আসে নাই, এখন কি করতে পারি আমি,
    প্লীজ জানাবেন

  16. SSC/HSC এডমিট কার্ড বা রেজিস্ট্রেশন কার্ড লাগবে নাকি সার্টিফিকেটের কপি দিলে চলবে?

  17. বিএ অনার্স এ ভর্তি হতে চাই যদি কেউ জানেন ভর্তির সময় আছে কিনা এখন বা ভর্তি হওয়া যাবে কিনা একটু জানালে উপকৃত হতাম উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

  18. আমি ২০১৭ সালে এস এস সি ২০২০ তে এইচএসসি পাস করে আর আর অনার্স কিংবা ডিগ্রী ভর্তি হয়নি আমি এখন ডিগ্রী অথবা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ভর্তি হতে চাই

  19. বাউবি ডিগ্রি ১ম বর্ষে দুটি সেমিস্টার না দিয়ে একটি দিলে কি ২য় বর্ষে ভর্তি হওয়া যাবে

  20. উপরোক্ত বিজ্ঞপ্তি দেখলাম ভর্তির সময় শেষ। এখন কি আমি ভর্তি হতে পারবো যে কোন ভাবে।

  21. ডিগ্রি তে পুনরায় ভর্তি ডেট দিলে অবশ্যই জানাবেন প্লিজ। খুব উপকার হতো

  22. আমি বিএ পাস কোর্সে ভর্তি হতে চই। এ বছর কি আরো ভর্তি মেয়াদ বাড়িয়ে দিবে?

  23. এখন কি আর আবেদন করা যাবে?
    কোনো সুযোগ আছে?
    কেউ জানলে একটু বলবেন।

  24. বি এস এস এডমিশন নেওয়ার সময় ভুলবশত আমার নামের বানান ভুল হয়েছে এখন এটা কিভাবে সংশোধন করব বিএসএস যখন এপ্লাই করি তখন এই নামের বানান ভুল হয় আমি নতুন ২০২৪ সালে বিএসএস ভর্তি হইছে পত্র কাগজপত্র সাবমিট হওয়ার আগে কি এটা সংশোধন করা যাবে জানালে উপকৃত হইতাম

  25. আমার ডিগ্রি ভর্তি ফরমে এইচএসসি এসএসসি রেজাল্ট ভুল লেখা হয় হয়েছে,, এতে কি কোন সমস্যা হতে পারে বা এটা আমি কিভাবে সংশোধন করতে পারি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *