অনার্স ৪র্থ বর্ষ ফরম ফিলাপ Honours 4th 2024

অনার্স ৪র্থ বর্ষ ফরম ফিলাপ 2024 নোটিশ প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তি অনুসারে ফরম পূরণ প্রক্রিয়া শুরু হবে ১৫ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে এবং শেষ হবে ১৪ মার্চ ২০২৪ (সময়বৃদ্ধি) তারিখে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২২ সালের অনার্স ৪র্থ বর্ষ নিয়মিত, অনিয়মিত, মানোন্নয়ন পরীক্ষার্থীদের ফরম ফিলাপ অনলাইনে সম্পন্ন হবে।

অনার্স ৪র্থ বর্ষ ফরম ফিলাপ কার্যক্রমের সময়সূচীঃ

  • অনলাইনে আবেদন ফরম পূরণ করার সময়সীমাঃ ১৫/০২/২০২৪ তারিখ থেকে ১৪/০৩/২০২৪ তারিখ পর্যন্ত। (সময়বৃদ্ধি)
  • কলেজ কর্তৃক ডাটা এন্ট্রির তারিখঃ ১৬/০৩/২০২৪ তারিখ রাত ১২ টা

অনার্স ৪র্থ বর্ষের ফলাফল প্রকাশের নিয়মঃ

  • এ পরীক্ষার ফলাফল গ্রেডিং পদ্ধতিতে প্রকাশ করা হবে। প্রতিটি কোর্সে তত্ত্বীয় ও ইনকোর্স নম্বর যোগ করে ৪০% না পেলে ঐ কোর্সে F (Fail) হবে। ৩য় বর্ষে Promoted হবার জন্য সকল পরীক্ষায় অংশগ্রহণ করে কমপক্ষে ৩ টি কোর্সে D বা এর বেশী পেতে হবে। ১ টি তত্ত্বীয়/ব্যবহারিক কোর্সে অনুপস্থিত থেকে বাকি সকল কোর্সে D এর বেশি হলে C-Promoted (Conditional Promoted) হবে। তবে পরবর্তী বছর অনুপস্থিত কোর্সে পরীক্ষায় অংশগ্রহণ না করলে Promotion বাতিল হয়ে যাবে।

 

  • একের অধিক কোর্সে অনুপস্থিত থাকলে অন্যান্য কোর্সের ফলাফল যাই হোক না কেন ৩য় বর্ষে Promotion পাবেনা। ১০০ নম্বরের ৪ ক্রেডিট কোর্সের ৮০ নম্বরের তত্ত্বীয় পরীক্ষা (৪ঃ০০ মি.) এবং ইনকোর্স ২০ নম্বর। দুটি পরীক্ষার নম্বর যোগ করে সর্বনিম্ন ৪০ হলে D গ্রেড প্রাপ্ত হবে। ৫০ নম্বরের ২ ক্রেডিট কোর্সের ৪০ নম্বরের তত্ত্বীয় পরীক্ষা (২ঃ৩০ মি.) এবং ইনকোর্স ১০ নম্বর। দুটি পরীক্ষার নম্বর যোগ করে সর্বনিম্ন ২০ হলে D গ্রেড প্রাপ্ত হবে।

 

 

 

 

 

NU ২০২২ সালের অনার্স ৪র্থ বর্ষ ফরম ফিলাপ নোটিশ 2024

 

 

Online Form FIllup Apply

 

ফরম ফিলাপ নোটিশ PDF ডাউনলোড

13 thoughts on “অনার্স ৪র্থ বর্ষ ফরম ফিলাপ Honours 4th 2024

    1. আমার রেজিষ্ট্রেশন নাম্বার দেওয়ার Invalid আসে।।ফরম ফিলাপ করা যাচ্চে না EMS এ।।

      1. ভাই, আমি ফরম ফিল আপ করেছি। কিন্তু ফোনে কোনো এস এম এস আসেনি।এখন কি ভাবে দেখবো আমার টাকা জমা হয়েছে কি না?

        1. এটা চেক করার অপশন আজ হয়তো চেক করতে পারবেন। আবার ফরমটা ডাউনলোড করে দেখুন সেখানে কলেজ এপ্রুভ লেখা থাকলে বুঝবেন কনফার্ম।

  1. ভাই, আমি ফরম ফিল আপ করেছি। কিন্তু ফোনে কোনো এস এম এস আসেনি।এখন কি ভাবে দেখবো আমার টাকা জমা হয়েছে কি না?

    1. এটা চেক করার অপশন আজ হয়তো চেক করতে পারবেন। আবার ফরমটা ডাউনলোড করে দেখুন সেখানে কলেজ এপ্রুভ লেখা থাকলে বুঝবেন কনফার্ম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *