মার্কেন্টাইল ব্যাংক শিক্ষাবৃত্তি ২০১৯ mblbd.com Scholarship 2020

মার্কেন্টাইল ব্যাংক শিক্ষাবৃত্তি ২০১৯ mblbd.com Scholarship 2020 । সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বিগত বছরগুলাের ন্যায় এবারও দেশব্যাপী “মার্কেন্টাইল ব্যাংক আব্দুল জলিল শিক্ষাবৃত্তি ২০১৯” এর কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এর আওতায় ২০১৯ সালের জে.এস.সি/এস.এস.সি/এইচ.এস.সি এবং সমমান পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের নিকট থেকে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে।

বৃত্তির মেয়াদঃ ০১ বছর (এককালীন প্রদেয়)

বৃত্তির শিক্ষাস্তর ও পরিমাণঃ

শিক্ষাস্তর                 |       মাসিক প্রদত্ত বৃত্তির পরিমাণ (টাকায়)   |       মােট

জে.এস.সি/সমমান     |                       ১,০০০/-                                |       ১২,০০০/-

এস.এস.সি/সমমান    |                        ১,২৫০/-                                |      ১৫,০০০/-

এইচ.এস.সি/সমমান   |                        ১,৭৫০/-                                |      ২১,০০০/-

আবেদনের যােগ্যতাঃ

০১। আবেদনকারী/শিক্ষার্থীর পরিবারের বাৎসরিক আয় ৭০,০০০ (সত্তর হাজার) টাকার নিচে হতে হবে ।

০২। আবেদনকারী/শিক্ষার্থীর ফলাফল (জে.এস.সি/এস.এস.সি/এইচ.এস.সি এবং সমমান) ন্যূনতম জিপিএ ৪.৫ হতে হবে।

০৩। অন্য কোন বেসরকারি উৎস থেকে শিক্ষাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীর আবেদনপত্র গ্রহণযােগ্য হবে না এবং এ সংক্রান্ত তথ্য গােপন করা হলে আবেদনপত্রটি বাতিল বলে গণ্য হবে।

০৪। প্রতিবন্ধী আবেদনকারীদের ক্ষেত্রে উল্লেখিত শর্তাবলী শিথিলযােগ্য। তবে তাদের প্রয়ােজনীয় সনদপত্র আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে ।

মার্কেন্টাইল ব্যাংক শিক্ষাবৃত্তি ২০১৯ mblbd.com Scholarship 2020

শিক্ষাবৃত্তি ২০১৯ এর বিজ্ঞপ্তি

মার্কেন্টাইল ব্যাংক শিক্ষাবৃত্তি ২০১৯ mblbd.com Scholarship 2020

বৃত্তির জন্য আবেদনপত্র প্রাপ্তির স্থানঃ

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের যে কোন শাখা অথবা ব্যাংকের www.mblbd.com ওয়েবসাইটে বৃত্তির আবেদনপত্র পাওয়া যাবে ।

[button color=”blue” size=”medium” link=”https://shikkhanews.files.wordpress.com/2020/02/markentile-bank-application-form-for-scholarship-2019.doc” icon=”” target=”true”]আবেদন ফরম ডাউনলোড[/button]

অন্যান্য সকল ব্যাংকের শিক্ষাবৃত্তির বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন

বৃত্তির আবেদনপত্র জমার তারিখ ও স্থানঃ

আবেদনপত্র যথাযথভাবে পূরণপূর্বক প্রয়ােজনীয় কাগজপত্রসহ আগামী ২৯ ফেব্রুয়ারি ২০২০ ইং তারিখের মধ্যে নিকটস্থ মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের যে কোন শাখা ব্যবস্থাপকের নিকট অথবা মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়, সাসটেইনবল ফাইন্যান্স ইউনিট, ৬১ দিলকুশা বা/এ, ঢাকা-১০০০ এই ঠিকানায় ডাকযােগে প্রেরণ করা যাবে ।

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড Mercantile Bank Limited

দক্ষতাই আমাদের শক্তি

প্রধান কার্যালয়ঃ ৬১ দিলকুশা বা/এ, ঢাকা-১০০০,

ফোন: ৯৫৫৯৩৩৩, ফ্যাক্স: ৯৫৬১২১৩, ওয়েব সাইট: www.mblbd.com

ফরম পূরণের নিয়ম ভিডিওতে দেখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *